দুপুর ১:২৭,   মঙ্গলবার,   ২৪শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,   ৯ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ,   ২১শে রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

জগন্নাথপুরে প্রকল্পের কার্যক্রম পর্যালোচনা ও সন্মাননা প্রদান

জগন্নাথপুর প্রতিনিধি:
জগন্নাথপুর উপজেলায় কেয়ার জিএসকে সিএইচ ডব্লিউ ইনিশিয়েটিভ প্রকল্পের কার্যক্রম পর্যালোচনা ও সম্মাননা প্রদান অনুষ্ঠান বৃহস্পতিবার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্স সন্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মধু সুধন ধর এর সভাপতিত্বে ও কেয়ার বাংলাদেশের প্রকল্প কর্মকর্তা শাহাজাহান ফকিরের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পাটলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল হক, চিলাউড়া হলদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরশ মিয়া,রানীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম রানা,উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা একরামুল হক,জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি শংকর রায়,মা মনি প্রকল্পের সমন্বয়ক এনামুল হক,কলকলিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবদুল হাশিম, সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন ভারপ্রাপ্ত চেয়ারম্যান সৈয়দ লিলু মিয়া,পাইলগাঁও ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহান মিয়া,উপজেলা সুসেবা নেটওয়ার্ক সভাপতি মার্জিয়া বেগম,সদস্য সীমা রানী দাস প্রমুখ সভায় উক্ত প্রকল্পের সাথে সম্পৃক্ত ১২ জন কে সন্মাননা স্মারক প্রদান করা হয়।