বিকাল ৫:২২,   বুধবার,   ২৫শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,   ১০ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ,   ২২শে রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

জগন্নাথপুর খাদ্য গোদামে সরকার নির্ধারিত দামে সংগ্রহ ধান শুরু

জগন্নাথপুর প্রতিনিধি:
জগন্নাথপুর উপজেলায় সরকার নির্ধারিত দামে আনুষ্ঠানিকভাবে ধান ও চাল সংগ্রহ শুরু হয়েছে। বুধবার (০৪ মে) সকাল সাড়ে ১১ টায় জগন্নাথপুর উপজেলা খাদ্য গুদামে আনুষ্ঠানিকভাবে এই ধান চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান।
এ সময় আরও উপস্থিত ছিলেন-উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোহাম্মদ আব্দুর রব, উপজেলা কৃষি কর্মকর্তা শওকত উসমান মজুমদার, ভারপ্রাপ্ত খাদ্য গোদাম কর্মকর্তা শিমলা রায়। উপজেলা প্রেসক্লাব সভাপতি শংকর রায়, স্হানীয় কৃষক জুনাব আলী, আব্দুল মোহিদ প্রমুখ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান বলেন, সরকারের নির্দিষ্ট দামে ২৭ টাকা কেজি মূল্য ধান সংগ্রহ করা হয়। ধান কিনা হবে আগামী ১৬ আগষ্ট পযন্ত। নিয়ম অনুযায়ী জগন্নাথপুর ধান সংগ্রহ করা হবে। ইউএনও আরও বলেন,ধান সংগ্রহের ক্ষেত্রে কোনো রকম অনিয়ম হলে কাউকে ছাড় দেয়া হবে না।
খাদ্য নিয়ন্ত্রক মোহাম্মদ আব্দুর রব বলেন, একজন কৃষক ২৭ টাকা ধরে ৩ মন থেকে ৭৫ মন ধান দিতে পারবেন। কৃষকরা হয়রানিমুক্ত ভাবে গোদামে ধান বিক্রি করতে পারবেন।