ভোর ৫:২১,   সোমবার,   ২৩শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,   ৭ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ,   ১৯শে রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

জগন্নাথপুর পৌরশহরে আবর্জনার ভাগাড়

রেজুওয়ান কোরেশী,জগন্নাথপুর:
জগন্নাথপুর পৌরশহরের টিএন্ডটি রোড ময়লা আবর্জনা ভাগাড়ে পরিনত হয়েছে। পৌরশহরে প্রান কেন্দ্র এই প্রধান সড়ক দিয়ে প্রতিদিন চলাচল করেন উপজেলার শত শত জনসাধারণ ও স্থানীয় লোকজন। সড়কের পাশে আবর্জনা ভাগাড়ে দুর্গন্ধ। মশা- মাছির উড়োউড়ি তাদের জন্য দূর্ভোগ।
সরেজমিনে দেখা যায়, জগন্নাথপুর পৌর শহরের টিএন্ডটি সড়কের উত্তরদিকে ভাগাড়ের এমন দৃশ্য। প্রতিদিন বাজার ও পৌরশহর পরিস্কার করে এ স্থানে আবর্জনা ফেলে রাখেন পৌরসভার পরিচ্ছন্ন কর্মীরা। এমনকি বাজারের স্থানীয় ব্যবসায়ীরা এ স্থানে আবর্জনা রাখেন- এমটা দেখা গেছে। বৃষ্টি এলে এখানে ময়লা ও পলিথিন ছড়িয়ে ছিটিয়ে দূর্ভোগ আরো বাড়িয়ে দেয়। মাত্র কয়েক গজ দূরে পৌরভবন থাকলেও কার্যত কোনো ব্যবস্থা নেয়া হচ্ছেনা।
পৌরসভার স্থানীয় বাসিন্দা পাবেল আহমেদ বলেন, জগন্নাথপুর পৌরসভার প্রাণকেন্দ্র টিএন্ডটি রোডের পাশে বছরের পর বছর আবর্জনা রাখা হচ্ছে। কিন্তু মাত্র কয়েক গজ দূরে পৌরভবন থাকলেও কার্যকরী পদক্ষেপ নেওয়া হচ্ছে না।
আব্দুস সুবহান উচ্চ বিদ্যালয়ের ছাত্র রিফাত রহমান বলেন, ঐ সড়ক দিয়ে প্রতিদিন স্কুলে যেতে হয়। কিন্তু পৌরসভার প্রাণকেন্দ্র টিএন্ডটি রোডে দুর্গন্ধ থাকায় দূর্ভোগ পোহাতে হয়।
এ ব্যাপারে জগন্নাথপুর পৌরসভার মেয়র আক্তারুজামানের যোগাযোগ করলে জানান, শীঘ্রই আবর্জনা সরানোর ব্যবস্থা করা হবে।