রাত ৩:৩০,   সোমবার,   ২৩শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,   ৭ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ,   ১৯শে রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

জলমহাল নিয়ে বিরোধের জেরে হত্যা, বিচারের দাবিতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার:
দিরাই উপজেলার মেঘনা বারোঘর জলমহাল নিয়ে ভাটিপাড়া ইউনিয়নে দুই গ্রুপের সংঘর্ষে রুহেদ মিয়া হত্যাকান্ডের বিচারের দাবিতে মানববন্ধন করেছে নিহতের পরিবার ও এলাকাবাসী।
মঙ্গলবার (১৯ অক্টোবর) দুপুরে সুনামগঞ্জ আইনজীবী সমিতির কার্যালয়ের সামনে এ মানববন্ধন হয়। মানববন্ধন ভুক্তভোগী নিহতের পরিবারের দাবি জলমহালের অবৈধ দখল ও সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদ করায় রুহেদ মিয়াকে হত্যা করা হয়। হত্যাকান্ড ও সংঘর্ষের পেছনে উপজেলা আওয়ামীলীগের একজন প্রথম সারির নেতা রয়েছেন বলে অভিযোগ তাদের । রুহেদ হত্যার সাথে জড়িতদের গ্রেফতার করে বিচারের আওতায় আনার দাবি জানান তারা।
মানববন্ধনে নিহতদের পরিবারের পক্ষ থেকে বক্তব্য রাখেন নিহত রুহেদ মিয়ার স্ত্রী মনি আক্তার ও বড় ভাই সুয়েদ মিয়া। মেঘনা বারোঘর জলমহালের দখলদারত্ব নিয়ে দীর্ঘদিন ধরে প্রদীপ রায় ও কাজল নূরের মধ্য বিরোধ চলে আসছিলো।
সোমবার দুপুরে ভাটিপাড়ার ইউনিয়নের চত্বরের মাঠে প্রদীপ রায় ও কাজল নূরের গ্রুপের মধ্যে দেশীয় অস্ত্র নিয়ে ঘন্টা ব্যাপী সংঘর্ষ হয়। সংর্ষে কাজলনূর গ্রুপের রুহেদ মিয়া নিহত হয়। এছাড়াও উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হন।