বিকাল ৫:১৪,   মঙ্গলবার,   ২৪শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,   ৯ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ,   ২১শে রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

জাদুকাটা নদী থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার,পরিবারের পাশে ইউএনও


তাহিরপুর প্রতিনিধি:
নিখোঁজের একদিন পর জাদুকাটা নদীতে খননকৃত কোয়ারির গভীর তলদেশ থেকে হাসিনুর মিয়া নামে এক শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ডুবুরি দল।
শনিবার বেলা ১টার দিকে সীমান্ত নদী জাদুকাটার বড়টেক এলাকার তীরবর্তী মাঝেরচর হতে ওই শ্রমিকের লাশ উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেন থানার ওসি মো.আব্দুল লতিফ তরফদার। নিহত হাসিনুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের ঘাগটিয়া টেকেরগাঁওয়ের আক্কাস আলীর ছেলে।
প্রসঙ্গত,শুক্রবার দুপুরের দিকে জাদুকাটা নদীর বড়টেকের মাঝেরচর এলাকায় লাকড়িবোঝাই একটি নৌকা ডুবে যায়। এ সময় পানিতে ডুবে যান হাসিনুরসহ তিন শ্রমিক।
প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার সকালের দিকে জাদুকাটা নদীতে ওপারের পাহাড়ি ঢলে ভেসে আসা লাকড়ি উত্তোলনে যান টেকেরগাঁওয়ের হাসিনুরসহ তিন শ্রমিক।
লাকড়ি উত্তোলন শেষে দুপুরে নৌকা নিয়ে বাড়ি ফেরার পথে বড়গোফের (বারেকটিলা) খেয়াঘাট হতে তিনটি স্পিডবোড দ্রুতগতিতে জাদুকাটা নদী অতিক্রমকালে প্রবল ঢেউয়ের তোড়ে লাকড়িবোঝাই নৌকাসহ তিন শ্রমিক পানিতে ডুবে যান। এরপর দুই শ্রমিক সাঁতরে তীরে উঠলেও সাথে থাকা অপর শ্রমিক হাসিনুর জাদুকাটায় নিখোঁজ হন। স্থানীয় লোকজন নৌকাটি ঘণ্টাখানেক চেষ্টা চালিয়ে উদ্ধার করেন।
শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে জেলার বিশ্বম্ভরপুর থেকে ফায়ার সার্ভিসের পাঁচ সদস্যের ডুবুরি দল নদীতে নেমে নিখোঁজ হাসিনুরের সন্ধানে নামলেও রাতে বৈরী আবহাওয়ার কারণে উদ্ধার অভিযান বন্ধ করে দেওয়া হয়।
শনিবার ভোরে জাদুকাটায় ফের ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযানে নামে। নদীর বড়টেক এলাকার মাঝেরচরে অতীতে অবৈধভাবে খননকৃত খনিজ বালু-পাথরের একটি কোয়ারির গভীর তলদেশ থেকে হাসিনুরের লাশ বেলা ১টার দিকে উদ্ধার করা হয়।

এ দিকে তাহিরপুর উপজেলার সীমান্তবর্তী যাদুকাটা নদীতে নৌকা ডুবিতে নিহত শ্রমিক হাসিনুর মিয়ার পরিবারের পাশে দাঁড়িয়েছেন তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রায়হান কবির।
শনিবার (১৯ জুন) বিকেলে বাদাঘাট ইউনিয়নের ঘাগটিয়া টেকেরগাঁও গ্রামের নিহত শ্রমিক পরিবারের খোঁজ নেন (ইউএনও) রায়হান কবির। পরে উপজেলা প্রশাসনের পক্ষ হতে নগদ ৫ হাজার,টাকা আর্থিক সহায়তা প্রদান করেন তিনি।
তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ রায়হান কবির এক প্রতিবেদকে বলেন,নিহত হাসিনুর মিয়ার পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ হতে নগদ ৫ হাজার, টাকা আর্থিক সহায়তা প্রধান করা হয়েছে।তিনি আরো বলেন-পরবর্তীতে সরকারী বিধি মোতাবেক নিহতের পরিবারকে অন্যান্য সহযোগিতাও করা হবে।