দুপুর ১২:২৩,   বৃহস্পতিবার,   ৩রা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ,   ১৮ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ,   ৩০শে রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

জামালগঞ্জ উপজেলায় ৩ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

জামালগঞ্জ প্রতিনিধি :
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদের উপ-নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে তিন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।
বুধবার ছিল মনোনয়ন দাখিলের শেষ দিন। আজ নির্ধারিত সময়ের মধ্যে ৩ জন প্রার্থী উপজেলা নির্বাচন কর্মকর্তার কাছে মনোনয়নপত্র দাখিল করেন। উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মনোনয়নপত্র জমা দেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী উপজেলা যুবলীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইকবাল আল আজাদ।
বিএনপির মনোনীত প্রার্থী উপজেলা বিএনপির সভাপতি নূরুল হক আফিন্দী ও বিএনপির বিদ্রোহী প্রার্থী জেলা বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক মাছুম মাহমুদ তালুকদার।
৩ প্রার্থীর মনোনয়নপত্র দাখিলের বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা রেজাউল করিম বলেন, আসন্ন জামালগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদের উপনির্বাচনে মোট ৩ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন। আগামী ২৬ সেপ্টেম্বর মনোনয়নপত্র যাচাই বাচাই করা হবে। প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন ৩ অক্টোবর। ভোট গ্রহণের দিন আগামী ২০ অক্টোবর।
উল্লেখ্য, ৫ম উপজেলা নির্বাচনে ৩য় ধাপে আওয়ামী লীগের দলীয় প্রার্থী ইউসুফ আল আজাদ নির্বাচিত হন। গত ৯ ফেব্রুয়ারি হৃদরোগে আক্রান্ত হয়ে সিলেট উইমেন্স মেডিকেল কলেজে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। পরে নির্বাচন কমিশন থেকে উপজেলা চেয়ারম্যানের পদটি শূন্য ঘোষণা করেন।