দুপুর ১২:২৪,   বুধবার,   ২রা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ,   ১৭ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ,   ২৯শে রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

জামালগঞ্জ উপ নির্বাচন : দুই কূল হারালেন নুরুল হক আফিন্দি

বিশেষ প্রতিনিধি :
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে মঙ্গলবার উপ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়েছেন আ.লীগের মনোনীত প্রার্থী ইকবাল আল আজাদ। নির্বাচনে তরুণ বয়সের ইকবাল আজাদের কাছে বিপুল ভোটে হেরে গেছেন বিএনপির প্রার্থী নুরুল হক আফিন্দি। ভোটের হিসেবে ইকবাল আল আজাদের আশেপাশে যেতে পারেন নি উপজেলা বিএনপির সভাপতি নুরুল হক আফিন্দি।
এদিকে নির্বাচনে অংশগ্রহণের আগে সাচনা বাজার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদ থেকেও পদত্যাগ করেন নুরুল হক আফিন্দি। ভোটার বলছেন, উপজেলা নির্বাচনে হেরে দুই কূল হারালেন নুরুল হক আফিন্দি।
সাবেক এমপি নজির হোসেন নুরুল হক আফিন্দি পক্ষে ব্যাপক প্রচারণা চালালেও ভোটের মাঠে তেমন প্রভাভ ফেলেনি।
ভোটের ফলাফলে দেখা গেছে, আওয়ামী লীগের ইকবাল আল আজাদ নৌকা প্রতীকে ৩৭ হাজার ৩শ ২১ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। ইকবাল আল আজাদের নিকটতম প্রতিদ্বন্দি বিএনপির নূরুল হক আফিন্দি ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন১৬ হাজার ৮শ ৯০ ভোট।
এ ছাড়া বিএনপির বিদ্রোহী প্রার্থী মাসুম মাহমুদ তালুকদার আনারস প্রতীকে ৪হাজার ৮শ ৫ ভোট পেয়েছেন। অপর স্বতন্ত্র প্রার্থী ফয়জুল আলম মোহন ঘোড়া প্রতীকে ১হাজার ৩শ ৬১ ভোট পেয়েছেন।
উল্লেখ্য, জামালগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ইউসুফ আল আজাদ এ বছরের ৯ ফেব্রুয়ারি মারা যাওয়ায় চেয়ারম্যান পদটি শুন্য হয়। পরে নির্বাচন কমিশন চেয়ারম্যান পদে উপ-নির্বাচনের তারিখ ঘোষণা করে।
জেলা নির্বাচনী কর্মকর্তা মোরাদ উদ্দিন হাওলাদার বলেন, নির্বাচনের অংশ গ্রহণের জন্য নুরুল হক আফিন্দি ইউনিয়ন চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেছেন।