সকাল ১১:২১,   শনিবার,   ২১শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,   ৬ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ,   ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

জেলা ছাত্রলীগ:পূর্ণাঙ্গ ক‌মি‌টি‌তে বাদ পড়‌লেন যারা

লোগ ছাত্রলীগ

বি‌শেষ প্র‌তি‌নি‌ধি :
সুনামগঞ্জ জেলা ছাত্রলী‌গের পূর্নাঙ্গ কমিটি অনু‌মোদন দেয়া হয়েছে কেন্দ্র থেকে। মঙ্গলবার প্রায় চার বছর পর ২৯৩ সদস্য বি‌শিষ্ট ক‌মি‌টি অনু‌মোদন দেন কেন্দ্রীয় সভা‌পতি আল না‌হিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্রাচার্য।
ত‌বে পূর্ণাঙ্গ ক‌মি‌টি থে‌কে বাদ প‌ড়ে‌ছেন আ‌গের আং‌শিক কমি‌টির অ‌নেক নেতা। প্রবাসী, বিবা‌হিত ও নিয়‌মিত ছাত্র না হওয়ায় তাঁরা বাদ প‌ড়ে‌ছেন ব‌লে জানা গে‌ছে।
বাদ পড়া নেতারা হ‌লেন, সহ-সভাপ‌তি আবু সাঈদ আপন (বিবা‌হিত), ওয়া‌সিম মাহমুদ (‌বিবা‌হিত), তৌ‌ফিক ইসলাম, সাজ্জাদুর রহমান লিমন, তৌহিদ ইনসাফ সা‌বের, যুগ্ম সম্পাদক তানভীর আলম পিয়াস (প্রবাসী), মাহবুব আলম মা‌হি, ফয়েজ আহমদ (অব্যাহতি প্রাপ্ত), সাংগঠ‌নিক সম্পাদক শা‌হিন মিয়া (চাকু‌রিজীবী), ইশ‌তিয়াক আলম পিয়াল, কেএম তানভীর র‌শিদ ইমন (‌বিবা‌হিত)।
উল্লেখ্য, ২০১৮ সালের ২৫ এপ্রিল সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের আংশিক কমিটি অনুমোদন দিয়েছিল সংগঠনের কেন্দ্রীয় সংসদ।
এতে দীপঙ্কর কান্তি দেকে সভাপতি ও আশিকুর রহমান রিপনকে সাধারণ সম্পাদক করা হয়। এ‌দি‌কে পূর্ণাঙ্গ ক‌মি‌টি‌তেও অছাত্র, বিবা‌হিত, সন্তা‌নের জনক, সি‌লে‌টে বসবাসকারী ও বি‌ভিন্ন মামলার আসা‌মি‌দের স্থান পাওয়ার অ‌ভি‌যোগ উ‌ঠে‌ছে।