রাত ১১:৩৬,   রবিবার,   ২২শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,   ৭ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ,   ১৯শে রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

তথ্য অধিকার আইন ২০০৯ বিষয়ক জনঅবহিতরণ সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার:
তথ্য অধিকার আইন ২০০৯ বিষয়ক জনঅবহিতরণ সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বেলা ১১ টায় শহরের শহীদ আবুল হোসেন মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। এতে জেলার সকল জনপ্রতিনিধি ও সরকারি-বেসরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় জেলা প্রশাসক মো.জাহাঙ্গীল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন, প্রধান তথ্য কমিশনার মরতুজা আহমদ। বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট অসিম চন্দ্র বণিক, অতিরিক্ত পুলিশ সুপার(অপরাধ) আবু সাঈদ, সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত, সিভিল সার্জন ডা. শামস উদ্দিন, জেলা মুক্তিযুদ্ধা সংসদের সাবেক কমান্ডার নুরুল মোমেন প্রমুখ।
প্রধান তথ্য কমিশনার মর্তুজা আহমদ বলেন, তথ্য অধিকার আইন ২০০৯ নিঃসন্দেহে একটি উত্তম আইন। এ আইন প্রণয়ন বাংলাদেশের জনগণের ক্ষমতায়নে মাইলফলক। আইনটির অনন্য বৈশিষ্ট্য হলো, দেশের প্রচলিত অন্য সব আইনে কর্তৃপক্ষ জনগণের ওপর ক্ষমতা প্রয়াগ করে থাকে; কিন্তু এ আইনে জনগণ কর্তৃপক্ষের ওপর ক্ষমতা আরোপ করে। ফলে দেশে দুর্নীতি কমিয়ে আনবে এবং সচ্চতা বৃদ্ধি করবে।