বিকাল ৫:৩৬,   রবিবার,   ২২শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,   ৭ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ,   ১৯শে রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

তাহিরপুরে উপজেলা করোনা নিয়ন্ত্রণ কমিটির আলোচনা সভা

তাহিরপুর প্রতিনিধিঃ
তাহিরপুরে ওমিক্রন ঠেকাতে বিধিনিষেধ দিয়ে প্রজ্ঞাপন ও কোভিড-১৯ ভ্যাকসিন কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে উপজেলা করোনা নিয়ন্ত্রণ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১০ জানুয়ারি) দুপুরে  তাহিরপুর উপজেলার স্বাস্থ্য বিভাগের আয়োজনে উপজেলা বঙ্গবন্ধু কর্নারে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী বাবুল। 
তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মো. রায়হান কবীর সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগ সাবেক সভাপতি আলহাজ্ব আব্দুস সোবান আখঞ্জি, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা বেগম, উপজেলা কৃষি কর্মকর্তা হাসান উদ-দৌলা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মির্জা রিয়াদ হাসান,  উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মিজানুর রহমান, উপজেলা সমবায় কর্মকর্তা নাজমুল হক, উপজেলা প্রোগ্রামার ইমরান হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিকুল ইসলাম, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা শহিদুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগ কৃষি ও সমবায় সম্পাদক হাবিবুর রহমান খেলু, উপজেলা ছাত্রলীগ সাবেক সভাপতি আবুল বাশার, সাংবাদিক রমেন্দ্র নারায়ণ বৈশাখ, শওকত হাসান প্রমুখ।
সভায় বক্তাগণ আগামী ১৩ জানুয়ারি হতে জনগনকে ভ্যাক্সিন প্রদান কর্মসুচী  সফল করার লক্ষ্যে জনসচেতনা সৃষ্টি ও প্রচার প্রচারণার মাধ্যমে জন সাধারণকে অবহিত করার জন্য সংশ্লিষ্ট সকলকে বিশেষভাবে  অনুরোধ করেন।