সকাল ৯:৩১,   সোমবার,   ৩০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,   ১৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ,   ২৬শে রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

তাহিরপুরে উৎসব আনন্দে বড়দিন উদযাপন

তাহিরপুর প্রতিনিধি:
তাহিরপুরে সীমান্তে অনাড়ম্বর আয়োজনে খ্রিস্টান ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন উদযাপিত হয়েছে। গতবছর গুলোতে বড়দিন উপলক্ষে উপজেলার সীমান্ত ঘেঁষা পাহাড়ি এলাকা আলোয় আলোকিত হয়ে উঠতো। বর্ণিল আলোকচ্ছটায় মুগ্ধ থাকতো চারপাশ। কিন্তু করোনা মহামারির কারণে এ বছর কেবল ধর্মীয় প্রার্থনা ও মৌলিক আচারাদি পালনের মধ্য দিয়ে জনসমাগম এড়িয়ে চার দেয়ালেই সীমাবদ্ধ থেকেছে এবারের বড়দিনের আয়োজন।
আদিবাসী নেতা এন্ড্রু সলমার জানিয়েছেন, তাহিরপুর উপজেলায় খ্রিস্টান ধর্মাবলম্বীর চারটি সম্প্রদায়ের ৩শ পরিবার অনাড়ম্বর আয়োজনে বড়দিনের আচারাদি পালন করেছে। করোন পরিস্থিতির কারনে আগের বছর গুলোর মতো এ বছর তেমন ঘটা করে বড়দিনের অনুষ্ঠান পালন করা হয়নি। গির্জা গুলোতে প্রার্থনায় সারাবিশ্ব করোনা প্রাদুর্ভাব থেকে মুক্তি এবং জগতের সবার মঙ্গল কামনা করা হয়েছে।
এদিকে খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব বড়দিন উপলক্ষে উপজেলার রাজনৈতিক সামাজিক ব্যক্তিবর্গ সীমান্তের খ্রিস্টান সম্প্রদায়ের পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ করে শুভেচ্ছা বিনিময় করেছেন।