সন্ধ্যা ৭:৩২,   সোমবার,   ২৩শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,   ৮ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ,   ২০শে রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

তাহিরপুরে জলাশয় ও পুকুরে পোনা মাছ অবমুক্ত করা হয়েছে

তাহিরপুর প্রতিনিধি:
উপজেলা মৎস্য অধিদপ্তর কর্তৃক ২০২১-২০২২ অর্থ বছরে রাজস্ব খাতের আওতায় বিভিন্ন জলাশয় ও পুকুরে পোনা মাছ অবমুক্ত করন করা হয়। বুধবার (৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা মৎস্য অফিসের আয়োজনে পোনা মাছ অবমুক্তকরণ কার্যক্রম শুরু করা হয়।
এসময় উপস্থিত ছিলেন সিলেট বিভাগীয় উপপরিচালক মো: জিল্লুর রহমার, সিনিয়র সহকারী পরিচারক মো:আহসান হাবিব,জেলা মৎস্য কর্মকর্তা সুনীল মন্ডল, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা বেগম, উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মো: আলাউদ্দিন, উপজেলা মৎস্য কর্মকর্তা সারোয়ার হোসেন, সদর ইউ/পি চেয়ারম্যান বোরহান উদ্দিন, মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা জায়মান জাহান, সাংবাদিক শওকত হাসান, ক্ষেত্র সহকারী ইমামুল প্রমুখ।
এ সময় সিলেট বিভাগীয় উপপরিচালক মো: জিল্লুর রহমামার বলেন, সারা বাংলাদেশের ন্যায় তাহিরপুর উপজেলায় বিভিন্ন জলাশয় ও পুকুরে মাছের ঘাটতি পূরণের লক্ষ্যমাত্রা নিয়ে পোনামাছ অবমুক্ত করা হয়েছে।