রাত ১১:৩৪,   রবিবার,   ২২শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,   ৭ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ,   ১৯শে রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

তাহিরপুরে দুই দিনের প্রশিক্ষণ শেষে,চারা বিতরন

শওকত হাসান,তাহিরপুর:
তাহিরপুরে দুই দিনের প্রশিক্ষণ শেষে কৃষক কৃষানীদের মাঝে চারা বিতরন করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলা কৃষি অফিস মিলনায়তনে উপজেলা কৃষি অফিসের আয়োজনে দুই দিনের প্রশিক্ষণ শেষে সমাপনী অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর উপ পরিচালক মো. ফরিদুল হাসান। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ হাসান-উদ-দৌলা, উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা সালাহ উদ্দিন, উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আসাদুজ্জামান, উপ সহকারী কৃষি কর্মকর্তা আবুল হাসান প্রমূখ। অনুষ্টান শেষে ৩০ জন কৃষক কৃষাণীর মাঝে বিনামূল্যে বীজ ও চারা বিতরণ করেন সুনামগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর উপ পরিচালক মো. ফরিদুল হাসান। এ সময় তিনি বসতবাড়ির অঙ্গিনায় বিতরণ করা লেবু, জলপাই ও আমের চারাগুলো যত্নসহকারে রোপনের জন্য পরামর্শ দেন।