রাত ১:১৩,   সোমবার,   ২৩শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,   ৭ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ,   ১৯শে রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

তাহিরপুরে নারীর অধিকার ও অংশগ্রহন বিষয়ে মতবিনিময়

শওকত হাসান,তাহিরপুর:
তাহিরপুরে নারীর অধিকার ও অংশগ্রহন বিষয়ে সরকারী সেবা প্রদানকারীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। রবিবার (২৪অক্টোবর) দুপুরে সিএনআরএসের মিলনায়তনে উন্নয়ন সংস্থা প্রিপ ট্রাস্ট এর উদ্যোগে নারীর রাজনৈতিক ক্ষমতায়ন প্রকল্পের আয়োজনে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা বেগমের সভাপতিত্বে ও উন্নয়ন সংস্থা প্রিপ ট্রাস্টের তাহিরপুর উপজেলা সমন্বয়কারী মাহবুব আলমের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আবু সাঈদ, পরিবার পরিকল্পনা কর্মকর্তা জসিম উদ্দিন, উপজেলা প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম, তথ্য আপা প্রকল্পের ব্যবস্থাপক সাবিনা ইয়াসমিন, অপরাজিতা নারী মনোয়ারা বেগম, হেনা আক্তার, বিউটি রানী তালুকদার প্রমুখ।
এছাড়াও সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের অপরাজিতা নারী, সরকারী কর্মকর্তা ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। বক্তারা তাদের বক্তব্যে বলেন, সভায় নারীদের জনপ্রতিনিধি, রাজনৈতিক বিভিন্ন কমিটিতে শতকরা ৩৩ ভাগ অংশগ্রহণের সুযোগ আছে।