ভোর ৫:২৫,   সোমবার,   ২৩শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,   ৭ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ,   ১৯শে রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

তাহিরপুরে বিশ্ব খাদ্য দিবস ও জাতীয় ইঁদুর নিধনে সভা

শওকত হাসান,তাহিরপুর:
তাহিরপুরে বিশ্ব খাদ্য দিবস ও জাতীয় ইঁদুর নিধন অভিযান-২০২১ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে এ উপলক্ষে উপজেলা কৃষি মিলনায়তনে তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মো. রায়হান কবীরের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা মো. হাসান-উদ-দৌলা, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক বিএম মুশফিকুর রহমান, তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বোরহান উদ্দিন, উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা সালাহ উদ্দিন, সাংবাদিক শওকত হাসান প্রমূখ। এ ছাড়াও জনপ্রতিনিধি, ব্যবসায়ী, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, বর্তমান সরকার কৃষিবান্ধব সরকার। কৃষির উন্নয়নে সরকার ৭০% ভর্তুকি দিয়ে কৃষকদের নিকট কৃষি যন্ত্রাংশ বিক্রি করছে। দেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ।
ইঁদুরের বিষয়ে বক্তারা বলেন,ইঁদুর প্রতিবছর আমাদের উৎপাদিত ফসলের ব্যপক ক্ষয় ক্ষতি করে। ইঁদুর শুধুই ফসলের ক্ষতিকারক নয় অন্যান্য ক্ষেত্রেও সমান ক্ষতিকারক। তাই সবাই একযোগে ইঁদুর নিধন করতে হবে।