বিকাল ৩:১২,   সোমবার,   ২৩শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,   ৮ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ,   ২০শে রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

তাহিরপুরে বৃদ্ধাকে একই সময়ে দুইবার ভ্যাকসিন পুশ

তাহিরপুর প্রতিনিধি:
তাহিরপুর উপজেলায় খুদেজা খাতুন (৭৪) নামে এক বৃদ্ধাকে একই সময়ে দুইবার করোনার টিকা পুশ করার অভিযোগ উঠেছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিকাকেন্দ্রে সোমবার (২০সেপ্টেম্বর) দুপুরের দিকে এ ঘটনা ঘটে। ৭৪ বছরের খোদেজা খাতুন উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের নোয়ানগর গ্রামের বাসিন্দা।
খোদেজা খাতুন জানান, তিনি স্বামী খেলু মিয়ার সঙ্গে সকালে টিকা দিতে আসেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে । টিকাদান কক্ষে গেলে একটি টিকা নেয়ার পর তিনি পাসে আরেকটি চেয়ারে বসেন। এরই মধ্যে হঠাৎ আরেকটি টিকা তার শরীরে পুশ করা হয়।
বৃদ্ধার স্বামী খেলু মিয়া জানান, দুটি টিকা নেয়ার পর ঠিকাদান কারী সেবিকা মরিয়ম বেগম কে জিজ্ঞাসা করলে তিনি বলেন কিছু হবেনা বাড়ীতে চলে যান।
টিকাদানকারী সেবিকা মরিয়ম বেগম জানান, টিকা গ্রহীতা খুদেজা বেগম পাশের টিকাদানকারী সেবিকা বন্যা মানকিনের কাছ থেকে টিকা নিয়ে আমার কাছে আসলে আমি উনার হাতে কার্ড দেখে টিকা পুশ করি। এবং তিনি এ ব্যাপারে দুঃখ প্রকাশ করেন।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সৈয়দ আবু আহাম্মদ শাফী বলেন, ডাবল ডোজ টিকা পুশ করার বিষয়টি আমি তদন্ত করে ব্যবস্থা নেব।