রাত ১:২৫,   বুধবার,   ২৫শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,   ৯ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ,   ২১শে রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

তাহিরপুরে মাঠ দিবস অনুষ্ঠিত

নিউজসুনামগঞ্জ ডেস্ক:
তাহিরপুর উপজেলায় ব্যবস্থাপনায় ২০২০-২১অর্থ বছরে ডাল,তেল,মসলা বীজ উৎপাদন,সংরক্ষণ বিতরণ (৩য় পর্যায়) প্রকল্পের আওতায় উৎপাদন বল্ক প্রদর্শনী এর মাঠ দিবস ও রিভিউ ডিসকাশন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৭ মে) দুপুরে কৃষি অধিদপ্তরের আয়োজনে উপজেলার বালিজুড়ী ইউনিয়নের মেঞ্জারগাও গ্রামের চিনা বাদাম দলের সাথে আলোচনা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সুনামগঞ্জ উপ পরিচালক ফরিদুল হাসান, উপজেলার উপজেলা পরিষদ চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী বাবুল, উপজেলা কৃষি অফিসার হাসান হাসান, জেলা প্রশিক্ষণ কর্মকর্তা মোস্তফা ইকবাল আজাদ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. সালাহ উদ্দিন, উপসহাকারী উদ্ভিদ সম্প্রসারণ কর্মকর্তা আসাদুজ্জামান, আবুল হাসান, এটিএম শফিকুল ইসলাম, জালাল উদ্দিন।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সুনামগঞ্জ উপ পরিচালক ফরিদুল হাসান, ডাল, তেল, মসলা বীজ উৎপাদন, সংরক্ষণ বিতরণ (৩য় পর্যায়) প্রকল্পের আওতায় উৎপাদন বিষয়ে গুরুত্বপূর্ণ দিকগুলো উপস্থিত কৃষক কৃষাণীদের মাঝে তুলে ধরে বক্তব্য দেন।
সূত্র সিলেটটুডে২৪.কম