ভোর ৫:১৯,   রবিবার,   ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,   ২৩শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ,   ৪ঠা রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

তাহিরপুরে সাধারণ মানুষকে জিম্মি করে চাদাঁবাজির অভিযোগে মানববন্ধন

তাহিরপুর প্রতিনিধি:

দীর্ঘদিন ধরে সুনামগঞ্জের তাহিরপুরে সাধারণ মানুষকে হয়রানি,ভয়ভীতি দেখানো ও চাদাঁবাজির অভিযোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৫ জুলাই) বিকেলে তাহিরপুর সদর উপজেলার বাজারে তাহিরপুরবাসীর ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

ঘন্টা ব্যাপী মানববন্ধন বিক্ষোভ মিছিল করে মানববন্ধনে অংশ নেয়া সাধারণ মানুষ।

মানববন্ধনে বক্তারা বলেন, হাবিব সারোয়ার আজাদ তাহিরপুর উপজেলার ৬টি স্পটে চাঁদাবাজি করে।

তাহিরপুর সীমান্তের ভারতীয় চোরাই চিনি, কয়লা,চিনি,মাদক,যাদুকাটা নদীর পাড় কেটে বালি উত্তোলন করা, গাঁজা ইয়াবার ব্যবসায়ীসহ বিভিন্ন ভারতীয় পণ্য চোরাচালানের গডফাদার এই হাবিব সারোয়ার আজাদ।
আজাদ সীমান্তের কালো ব্যাবসায়ীদের দ্বারা একটি সন্ত্রাসী ও চাঁদাবাজ বাহিনী গড়ে সীমান্ত এলাকার কালো ব্যবসার বিভিন্ন পয়েন্টসহ এলাকায় প্রভাব বিস্তার করে চোরাচালান ও মাদক ব্যবসার নিয়ন্ত্রন করতে শুরু করে গত ১৫ বছর যাবৎ।

সাধারন মানুষ তার এসব কালোবাজারি ব্যবসা ও অপকর্ম জানা স্বত্তেও ভয়ে মুখ খুলতে চায় না।

এ সব মাদক ব্যবসা ও ভারতীয় কয়লা ও চিনির চোরাচালান করে গত কয়েক বছরে আজাদ কোটি কোটি টাকার মালিক বনে গেছে।

এ ছাড়াও হাবিব সারোয়ার আজাদ নিজেকে সাংবাদিক ও র‌্যাব,পুলিশ,বিজিবির সোর্স পরিচয় দিয়ে তার একান্ত সহযোগীদের নিয়ে সীমান্ত এলাকা দিয়ে মাদকদ্রব্য পাচাঁর করাসহ চাঁদাবাজি করতে গিয়ে দফায় দফায় গণধৌলাইয়ের শিকার হয়েছে।

তার বিরুদ্ধে আদালতে ও থানায় চাঁদাবাজি ও চোরাচালান ও শিশু বলৎকারসহ একাধিক মামলা রয়েছে।

তাহিরপুর সার্কেল এসপি নাসিম উদ্দিন কথিত সাংবাদিক আজাদকে সহযোগিতা করছেন বলে অভিযোগ রয়েছে।

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, বাবলু দাস,আজহারুল ইসলাম,রিয়াদ হাসান,সাকিল মিয়া,জসিম উদ্দিন প্রমুখ।

তাহিরপুর বাজারের ব্যবসায়ী আব্দুল হক ব্যবসায়ী আব্দুল হক জানান,হাবিব সারোয়ার আজাদ প্রশাসনের নাম ভাংগিয়ে ওপেন চাঁদাবাজি ও মাদকের ব্যবসা করছে,তার কারণে এলাকার ছোট বড় সকলেই অতিষ্ট,আমরা তার দৃষ্ঠান্ত মূলক শাস্তি দাবী করছি।

জানা যায়, তাহিরপুর উপজেলার বিন্নাকুলি বাজারে ইয়াবা বিক্রি করার সময় হাবিব সারোয়ার আজাদের ভাতিজা জুবায়ের শাহকে ৫শ পিছ ইয়াবাসহ র‌্যাব আটক করে জেলহাজতে পাঠায় পুলিশ।