দুপুর ১২:৩২,   বৃহস্পতিবার,   ৩রা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ,   ১৮ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ,   ৩০শে রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

তাহিরপুর সীমান্তে ভারতীয় কয়লা ও বালু আটক

তাহিরপুর প্রতিনিধি :
তাহিরপুর উপজেলা সীমান্তে বিজিবির অভিযানে চোরাই পথে আসা ভারতীয় কয়লা ও বালু আটক করা হয়েছে
বিজিবি সূত্রে জানা গেছে, সোমবার রাতে টেকেরঘাট বিওপির টহল দল সীমান্ত পিলার ১১৯৮/৭-এস এর নিকট, শ্রীপুর(উ.) ইউনিয়নের বড়ছড়া নামক স্থান হতে ৯শ কেজি ভারতীয় কয়লা আটক করে একই সময়ে বালিয়াঘাটা বিওপির টহল দল সীমান্ত পিলার ১১৯৭/৫-এস এর নিকট, পাটলাই নদী থেকে ৮শ ঘনফুট ভারতীয় বালু আটক করে।
বালু ভর্তি নৌকা আটকের প্রসঙ্গে তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহ জানান, নৌকাগুলো খেটে খাওয়া নিম্নআয়ের মানুষের, স্থানীয়দের এরকম সুপারিশে মুচলেকা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে।
সুনামগঞ্জ-২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল মো. মাকসুদুল আলম জানান আটককৃত ভারতীয় কয়লা ও বালু শুল্ক কার্যালয় সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।