সকাল ৮:৫৮,   শনিবার,   ২১শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,   ৬ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ,   ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

তেল মজুদের দায়ে ২০ হাজার টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার:
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে পৌর শহরের ষোলঘর পয়েন্টের একটি দোকানে অভিযান চালিয়ে ৫শ লিটার সয়াবিন তেল আটক করেছে।
শনিবার (১৪ মে) দুপুরে এ অভিযান পরিচালনা করেন সুনামগঞ্জ ভোক্তা অধিকারের সহকারি পরিচালক শফিকুল ইসলাম।
বাজারে কৃত্রিম সংকট তৈরী করে ঈদের পূর্বে কেনা সয়াবিন তেলের গায়ে মূল্য মুছে দিয়ে উচ্চ মূল্যে বিক্রি করে সাবেরীন ষ্টোর পরে। পরে তারা দাবি করে সামান্য তেল ছাড়া আর কোনও সয়াবিন তেল নেই পরে ভোক্তা অধিকার অধিদপ্তরের কর্মকর্তাদের সন্দেহ হলে ঐ দোকানের গোডাউন তল্লাশি করা হয়। সেখানে মজুদ পাওয়া ৫শ লিটার তেল। পরে উভয় অপরাধের জন্য ভোক্তা অধিকার আইনে দোকান মালিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
পরে আটককৃত৷ ভোজ্য তেল ন্যায্য মূল্য ভোক্তাদের কাছে বিক্রি করা হয়।
এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ভোক্তা অধিকারের সহকারী পরিচালক শফিকুল ইসলাম।