সকাল ৯:১১,   বুধবার,   ২৫শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,   ১০ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ,   ২১শে রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

দক্ষিণ সুনামগঞ্জে জাতীয় কৃমি নিয়ন্ত্রন সপ্তাহ শুরু


নোহান আরেফিন নেওয়াজ, দক্ষিণ সুনামগঞ্জ:
সারাদেশের ন্যায় দক্ষিণ সুনামগঞ্জেও শুরু হয়েছে জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ। রবিবার (১৬ মে) সকাল ১১ টায় উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়নের ইনাতনগর গ্রামে কৃমি সপ্তাহের উদ্বোধন ঘোষণা করেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. জসিম উদ্দিন। 
উপজেলা স্বাস্থ্য বিভাগ সুত্র জানায়, এবছর কৃমি নিয়ন্ত্রন সপ্তাহ ১৬ মে থেকে শুরু হয়ে  ২০ মে পর্যন্ত চলমান থাকবে। এছাড়া উপজেলার ২৫ টি কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে ৫ থেকে ১৬ বছর বয়সী ৪৩ হাজার ৫৩৪ জন শিশুকে কৃমিনাশক বড়ি খাওয়ানোর লক্ষ‍্যমাত্রা নির্ধারণ করা হয়েছে বলে জানায় উপজেলা স্বাস্থ্য বিভাগ অফিস। 
এসময় ইনাতনগর কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি জমির হোসেনসহ স্বাস্থ্য বিভাগের অন‍্যান‍্য কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।