ভোর ৫:২৫,   বুধবার,   ২৫শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,   ৯ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ,   ২১শে রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

দিরাইয়ে হত্যা মামলায় আরও ১০ আসামীর আত্মসমর্পন

দিরাই প্রতিনিধি:
দিরাই উপজেলার ভাটিপাড়া ইউনিয়নের নুর নগর গ্রামের শাহ মুল্লক (৪০) হত্যা মামলায় আরও ১০ আসামী আত্মসমর্পন করেছে। বুধবার (১৯ মে) সকাল ১১টার দিকে আসামীরা দলবদ্ধভাবে থানায় এসে হাজির হয়।

পরে দিরাই থানা পুলিশ তাদেরকে সুনামগঞ্জ আদালতে প্রেরণ করে। আসামীর স্বজনরা জানান, বাকী আসামী যারা রয়েছেন তারা সবাই আত্মসমর্পন করবেন।
অতিরিক্ত পুলিশ সুপার (দিরাই সার্কেল) আবু সুফিয়ান জানান, শাহমুল্লক হত্যা মামলার এজাহার নামীয় আসামীরা স্বপ্রনোদিতভাবে আজ ১০ আসামীসহ ৪২ জন থানায় এসে আত্মসমর্পন করেছে, আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে, মামলার তদন্ত প্রায় শেষের দিকে,মেডিকেল রিপোর্ট পেলেই পুলিশি তদন্তে হত্যা কান্ডের সাথে জড়িতদের বিরুদ্ধে শীঘ্রই চার্জশীট প্রদান করা হবে।
উল্লেখ্য,গত ১৩ মার্চ খাস জায়গা দখল নিয়ে প্রতিপক্ষের হামলায় ঘটনাস্থলেই মারা যান নুর নগর গ্রামের আবদুস সালমের ছেলে শাহ মুল্লক। ঘটনার পর ১৬ মার্চ সামছুল ইসলাম বাদী হয়ে ফিরোজ আলীকে প্রধান আসামী করে ৬৩ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করে। এ ঘটনায় পুলিশ ইতিমধ্যে ৭ জনকে গ্রফতার করে । আসামীদের মধ্যে ৪ জন জামিনে এবং ৩ জন জেল হাজতে রয়েছে বলে জানিয়েছেন দিরাই থানার ওসি আজিজুর রহমান।
সামছুল ইসলাম পক্ষের লোকজন পিয়ান নদীর উত্তর পাড়ে কৃষি কাজ করতে গেলে ফিরোজ আলী ও আনহারের নেতৃত্বে আলমগীর মাষ্টার,জমসেদ, নবাব, সেজু, রেজুসহ ফিরোজ বাহিনীর লোকজন সংঘবদ্ধভাবে দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে হামলা চালালে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঘন্টাব্যাপী সংঘর্ষের ঘটনায় সামছুল ইসলামের পক্ষের ১ জন ঘটনাস্থলেই মারা যান এবং সামছুল ইসলামসহ উভয় পক্ষের অর্ধশত লোক আহত হয়।