রাত ৯:৩২,   মঙ্গলবার,   ২৪শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,   ৯ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ,   ২১শে রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

দেখার কেউ নাই সুরমায় নদীতে তলিয়ে যাচ্ছে নৌ অ্যম্বোল্যান্স

জামালগঞ্জ প্রতিনিধি:
হাওর পাড়ের মানুষের স্বাস্থ্য সেবায় নিয়োজিত প্রধানমন্ত্রীর উপহার নৌ অ্যম্বোল্যান্স অযত্নে অবহেলায় জামালগঞ্জ লঞ্চ ঘাটে সুরমা নদীতে তলিয়ে যাচ্ছে। হাসপাতাল সূত্রে জানা যায়, এম্বোল্যন্সটি ২০২০ সালের শেষ দিকে নেত্রকোনা জেলার অস্টগ্রাম উপজেলা থেকে জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বরাদ্দ দেওয়া হয়। ঢাকা থেকে আগত কয়েকজন মেকানিক অ্যম্বোল্যন্সটি চালু করে দিয়ে যায়। একদিন সিএইচ সিপি পরিদর্শনে গেলে ব্যাটারি বিকল হয়ে আটকা পড়ে যায়। বিকল্প ব্যবস্থায় জামালগঞ্জ লঞ্চ ঘাটে নিয়ে আসা হয়। ডুবে যাওয়ার আগ পর্যন্ত জরুরি স্বাস্থ্য সেবায় কোন কাজে লাগেনি। জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষের চরম অবহেলার কারণে প্রধানমন্ত্রীর উপহার নৌ অ্যম্বোল্যন্সটি সুরমা নদীতে তলিয়ে যাচ্ছে । তলিয়া যাওয়ার সময় কে বা কারা লঞ্চ ঘাটের বৈদ্যুতিক খুঁটির সাথে বেধে রেখেছে।
এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা.মঈন উদ্দিন আলমগীর বলেন, অ্যম্বোল্যন্সটি উদ্ধারের জন্য প্রক্রিয়া চলছে। জেলা সিভিল সার্জন ডা. শামস উদ্দিন বলেন, এ ব্যাপারে আমি কিছু জানিনা। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার সাথে কথা বলুন।