বিকাল ৫:৪৫,   রবিবার,   ২২শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,   ৭ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ,   ১৯শে রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

দোয়ারাবাজারে খাল ভরাট করে ঘর নির্মাণের প্রতিবাদে মানববন্ধন

স্টাফ রিপোর্টার:
দোয়ারাবাজারে খাল ভরাট করে প্রধানমন্ত্রীর উপহারের ঘর নির্মাণের প্রতিবাদে মানববন্ধন করেছেন স্থানীয়রা।

শনিবার দুপুরে উপজেলার কাঞ্চনপুর গ্রামে এ প্রতিবাদ কর্মসূচি পালিত হয়।

এ সময় বক্তারা বলেন, এলাকার পানি নিষ্কাশনের একমাত্র রাস্তা বড়খাল ভরাট করে প্রধানমন্ত্রীর উপহারের ঘর নির্মাণ করছে প্রশাসন। এ ব্যাপারে উচ্চ আদালতের নিষেধাজ্ঞাও আমলে নেওয়া হচ্ছে না।
তারা বলেন, ভরাট হয়ে যাওয়া নদী-খাল উদ্ধারে প্রধানমন্ত্রীর সুস্পষ্ট নির্দেশনা রয়েছে। কিন্তু সেখানে মুজিববর্ষে গৃহহীনদের ঘর দেওয়ার একটি মহৎ উদ্যোগকে বিতর্কে জড়ানো হয়েছে। তারা এ ব্যাপারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন, মখলিছ আলী, দেওয়ান তানভীর আশরাফী, জিয়াউল হক, মক্তছির আলী প্রমুখ।