ভোর ৫:১৯,   সোমবার,   ২৩শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,   ৭ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ,   ১৯শে রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

দ্রবমূল্যের উর্ধগতি ও সংখ্যালুগুদের মন্দিরে হমালার প্রতিবাদে মানববন্ধন

স্টাফ রিপোর্টার:
নিত্যপ্রয়োজনীয় দ্রবমূল্যের উর্ধগতি ও সারাদেশে সংখ্যালুগুদের মন্দিরে ভাংচুরের প্রতিবাদে মানববন্ধন করেছে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি) সুনামগঞ্জ জেলা শাখা। রোববার (১৭ অক্টোবর) বিকেলে শহরের ট্রাফিক পয়েন্টে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, বাজারে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে। মানুষের কোনো নিরাপত্তা নেই। ধর্মীয় উন্মাদনা ছড়িয়ে দুর্গাপূজায় মন্দির ভাঙচুর করা হয়। যা মহান মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী। সারাদেশে সংখ্যালুগুদের বাড়ি-ঘর, মন্দির ভাঙচুরকারীদের আইনের আওতায় এতে বিচার দাবি করেন বক্তারা।
এসময় বক্তব্য রাখেন জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি অধ্যাপক চিত্তরঞ্জন তালুকদার, সাধারণ সম্পাদক এনাম আহমদ, জেলা যুব ইউনিয়নের সভাপতি মো. আবু তাহের মিয়া।