রাত ২:১০,   রবিবার,   ২২শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,   ৬ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ,   ১৮ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

দ্রব্য মূল্যের উর্দ্ধগতির প্রতিবাদে বিএনপির বিক্ষোভ

নিউজসুনামগঞ্জ ডেস্ক:

তেল, গ্যাস, বিদ্যুৎ, পানি সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের উর্দ্ধগতির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জেলা বিএনপি।
বুধবার (০২ মার্চ) দুপুরে সুনামগঞ্জ জেলা বিএনপির আয়োজনে শহরের পুরাতন বাসটেন্ড থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে পৌর শহরের মূল সড়ক প্রদক্ষিণ করে কালীবাড়ি পয়েন্টের দিকে ডেতে চাইলে পুলিশ বাধায় তা পন্ড হয়ে যায়।
পরে বিএনপির নেতাকর্মীরা সড়ক অবরোধ করে সেখানেই প্রতিবাদ সমাবেশ করেন। জেলা বিএনপির সভাপতি কলিম উদ্দিন আহমদ মিলনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নূরুলের পরিচালনায় প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ডা.শাখাওয়াত হাসান জীবন।
তিনি বলেন, তথ্য মন্ত্রী বলে বেড়াচ্ছেন বাংলাদেশের মানুষের নাকি আয় ক্ষমতা এত পরিমাণ বেড়ে গেছে যে দ্রুব মূল্যের আয় বাড়লে বাংলাদেশের মানুষের কষ্ট হবে না।


কথাটা কিন্তু একদম টিক না। দেশের সাধারণ মানুষ যখন চাল, ডাল, তৈল কিনতে পারেনা তখন দেশের পরিকল্পনা মন্ত্রী বলেন কুচুরিপনা খাওয়ার জন্য। কিছুদিন পর বলবেন ঘাস খাওয়ার জন্য। একজন পরিকল্পনা মন্ত্রী হয়ে যদি দেশের মানুষকে কুচুরিপনা, ঘাস, পাতা খাওয়ার জন্য তাহলে গরু ছাগলে খাবে কি। এই হল বাংলাদেশের বর্তমান অবস্থা। তাই আওয়ামীলীগ সরকারকে বলে দিতে চাই দ্রুত আপনাদের ক্ষমতা ছাড়তে হবে।
এ সময় প্রতিবাদ সমাবেশে আরও বক্তব্য রাখেন, কেন্দ্রীয় বিএনপির সদস্য মিজানুর রহমান চৌধুরী, জেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল লতিফ জেপি, নাদের আহমদ, মল্লিক সোহেল, শেরনুর আলী, আকবর আলী, রেজাউল হক, আবুল কালাম আজাদ, আবুল মনসুর শওকত, আনিসুল হক, ফুল মিয়া, কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি আনসার উদ্দিন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মামুনুর রশিদ কয়েস, জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শামসুজ্জামান, সাধারণ সম্পাদক মোনাজ্জির হোসেন, কেন্দ্রীয় ছাত্র দলের সহ- সাংগঠনিক সম্পাদক রায়হান উদ্দিন, জেলা ছাত্র দলের আহবায়ক জাহাঙ্গীর আলম, সদস্য সচিব তারেক মিয়া।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম- সম্পাদক নাসিম উদ্দিন, মামুনুর রশিদ শান্ত সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, দপ্তর সম্পাদক জামাল উদ্দিন বাকের, কামরুজ্জামান কামরুল, জেলা বিএনপি নেতা রাকাব উদ্দিন, আব্দুর রহিম, অশোক তালুকদার প্রমুখ।