সকাল ৭:৩১,   রবিবার,   ২৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,   ১৪ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ,   ২৫শে রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

দ. সুনামগঞ্জে দ্বিতীয় দিনে ৩০ জনের টিকাগ্রহন

দ.সুনামগঞ্জ প্রতিনিধি:
দক্ষিণ সুনামগঞ্জে দ্বিতীয় দিনে উপজেলা প্রেসক্লাবের সভাপতি কাজী জমিরুল ইসলাম মমতাজ, দপ্তর সম্পাদক ইয়াকুব শাহরিয়ারসহ আরও ৩০ জন করোনার টিকা নিয়েছেন। সোমবার (৮ ফেব্রুয়ারি) এই ব্যক্তিগণ টিকা গ্রহণ করেন।
এর আগে রোববার (৭ ফেব্রুয়ারি) সকালে টিকা প্রদান কার্যক্রম শুরু হয়। উপজেলার মধ্যে প্রথম করোনার টিকা নেন- উপজেলা ভাইস চেয়ারম্যান নুর হোসেন। এরপর পর্যায়ক্রমে উপজেলা নির্বাহী কর্মকর্তা জেবুন্নাহার শাম্মী, উপজেলা প্রশাসনের বিভিন্ন অফিসের কর্মকর্তা-কর্মচারীসহ ৫০ জন করোনার টিকা গ্রহণ করেন। এ নিয়ে উপজেলায় ২ দিনে মোট ৮০ জন করোনার টিকা গ্রহণ করেছেন।
এদিকে- টিকা গ্রহণকারী প্রত্যেকেই পুরোপুরি সুস্থ্য স্বাভাবিক আছেন বলে নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. জসিম উদ্দিন।
তিনি বলেন, ভ্যাকসিন গ্রহনকারী প্রত্যেকেই পুরোপুরো সুস্থ্য আছেন। কারো কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয়নি। করোনা মোকাবিলায় দক্ষিণ সুনামগঞ্জে ভ্যাকসিন কার্যক্রম উৎসবমুখর পরিবেশেই চলমান রয়েছে।
দ.সুনামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. জসিম উদ্দিন বলেন, আমরা বয়সসীমা শিথিলের নির্দেশনা পেয়েছি। ৪০ বছরের উর্ধ্বে যে কেউ অ্যাপের মাধ্যমে রেজিষ্ট্রেশন করে ভ্যাকসিন গ্রহন করতে পারবেন।