সকাল ৮:৪৭,   রবিবার,   ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,   ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ,   ৪ঠা রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

ধর্মপাশায় ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্থ ও বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ

ধর্মপাশা প্রতিনিধি :
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়নে সম্প্রতি ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্থ ও বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে ওই ইউনিয়নের নূরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে নূরপুর ও সুখাইড় গ্রামের ঘূর্ণিঝড় ও বন্যায় ক্ষতিগ্রস্থ ৫০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেন সুনামগঞ্জ-১ আসনের এমপি ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ অধিদপ্তরের উদ্যোগে ত্রাণ বিতরণ কার্যক্রমে অন্যানের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোজাম্মেল হোসেন রোকন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মুনতাসির হাসান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রজেশ চন্দ্র দাস, উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মনীন্দ্র চন্দ্র তালুকদার, সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস প্রমুখ। ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল ২০ কেজি করে চাল, ১ লিটার তেল, ১ কেজি ডাল ও ১ কেজি চিড়া।
#
সাজিদুল হক
২৯.০৬.২০২০