সকাল ৬:২০,   বুধবার,   ২রা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ,   ১৭ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ,   ২৮শে রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

ধর্মপাশায় ফ্রান্স বিরোধী বিক্ষোভ মিছিল ও সমাবেশ

ধর্মপাশা প্রতিনিধি :
মহানবী হযরত মোহাম্মদ (সাঃ) কে নিয়ে ফ্রান্সে ব্যঙ্গচিত্র প্রকাশ করার প্রতিবাদে ও ফ্রান্সের সকল পণ্য জাতীয়ভাবে বয়কট করার দাবিতে সুনামগঞ্জের ধর্মপাশায় ফ্রান্স বিরোধী বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রোববার সকাল ১১টায় উলামা ও তাওহিদী জনতা ঐক্য পরিষদের উদ্যোগে আশরাফুল উলুম হাফিজিয়া মাদ্রাসা প্রাঙ্গণ থেকে এক বিক্ষোভ মিছিল বের করা হয়। এতে আলেম উলামাগণ ছাড়াও বিভিন্ন শ্রেণি পেশার কয়েক হাজার মুসলিম জনতা অংশগ্রহণ করেন। বিক্ষোভ মিছিলটি উপজেলা সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জনতা মডেল উচ্চ বিদ্যালয় খেলার মাঠে গিয়ে এক প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।
প্রতিবাদ সমাবেশে মাওলানা বজলুর রহমানের সভাপতিত্বে ও মুফতি আবুল বাশারের পরিচালনায় বক্তব্য দেন, মাওলানা মুখলেছুর রহমান, মুফতি আশরাফ আলী, মাওলানা আমিনুল ইসলাম, মাওলানা মাহমুদুল হাসান, মাওলানা রফিকুল ইসলাম, মাওলানা তোফায়েল, মাওলানা আজিজুর রহমানসহ আরো অনেকেই।