বিকাল ৩:৩৩,   শনিবার,   ২৮শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,   ১৩ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ,   ২৫শে রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

ধর্মপাশায় ৭ই মার্চ উপলক্ষে পুরস্কার বিতরণ


ধর্মপাশা প্রতিনিধি :
মুজিব শতবর্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ঐতিহাসিক ৭ই মার্চ এর ভাষণ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়েছে।
রোববার (৭ মার্চ) সকাল ১১টায় উপজেলা পরিষদ গণমিলনায়তনে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মুনতাসির হাসান। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবু তালেব’র পরিচালনায় বক্তব্য দেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হোসেন রোকন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুর রহিম মিয়া, সিনিয়র মৎস্য কর্মকর্তা সালমুন হাসান বিপ্লব, ভারপ্রাপ্ত স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাদবীর জামান রকি, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, একাডেমিক সুপারভাইজার জাহাঙ্গীর হোসেন মোহাম্মদ ফারুক, সহকারী শিক্ষা কর্মকর্তা আহসান উল্লাহ মুকুল, মুক্তিযোদ্ধা নূর ইসলাম, ধর্মপাশা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিধান তালুকদার, ধর্মপাশা ১নং মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাজাহান কবীর, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক অ্যাড. ইকরাম হোসেন প্রমুখ। পরে ৭ই মার্চ উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
এছাড়াও ধর্মপাশা আওয়ামী লীগের উদ্যোগে স্থানীয় দলীয় কার্যালয়ে দুপুরে আলোচনা সভা হয়েছে। এতে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফখরুল ইসলাম চৌধুরী।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস’র পরিচালনায় বক্তব্য দেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হোসেন রোকন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাড. আব্দুল হাই তালুকদার, যুগ্ম সম্পাদক মোকারম হোসেন, যুবলীগের সাধারণ সম্পাদক অ্যাড. ইকরাম হোসেন, স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন প্রস্তুত কমিটির আহ্বায়ক শাহ আব্দুল বারেক ছোটন, সদস্য সচিব তরিকুল ইসলাম পলাশ, উপজেলা ছাত্রলীগের সভাপতি দেলোয়ার হোসেন প্রমুখ।