ভোর ৫:২২,   শুক্রবার,   ২৭শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,   ১১ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ,   ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

ধর্ষণের অভিযোগে বরখাস্ত মান্নারগাঁও ইউপি চেয়ারম্যান

স্টাফ রিপোর্টার:
দোয়ারাবাজার উপজেলার মান্নারগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবু হেনা আজিজকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
গত (১২ এপ্রিল) স্থানীয় সরকার মন্ত্রণালয়ে স্থানীয় সরকার বিভাগের উপ-সচিব মো.আবু জাফর রিপন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ইউপি চেয়ারম্যানকে সাময়িক বরখাস্তের আদেশ জারি করা হয়।
বৃহস্পতিবার (২২ এপ্রিল) বিকেলে সুনামগঞ্জ স্হানীয় সরকার বিভাগের উপ-পরিচালকের কার্যালয় সূত্রে এ তথ্য জানা যায় ।
বিজ্ঞপ্তিতে বলা হয় মান্নারগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.আবু হেনা আজিজের বিরুদ্ধে নারী ও শিশু দমন আইন ২০০০ (সংশোধীত/২০০৩) এর ৩ (১) তৎসহ দন্ডবিধি ১৮৬০ এর ৩১৩ ধরায় সুনামগঞ্জ সদর থানায় দায়েরকৃত মামলা নং ১৮ তারিখ ৯.০৮.২০২০ এর অভিযোগ পত্র আদালতে গৃহীত হওয়ায় তাঁর দ্বারা ইউনিয়ন পরিষদের ক্ষমতা প্রয়োগ প্রশাসনিক দৃষ্টিকোণে সমীচীন নয় মর্মে সরকার মনে করে। সেহেতু সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলারধীন মান্নারগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.আবু হেনা আজিজ সংঘটিত অপরাধ মূলক কার্যক্রম পরিষদ সহ জনস্বার্থে পরিপন্থী বিবেচনায় স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ আইন ২০০৯ এর দ্বারা ৩৪(১) অনুযায়ী উল্লেখিত ইউপি চেয়ারম্যানকে তার পদ থেকে সাময়িক বরখাস্ত করা হলো।
উল্লেখ্য, যুক্তরাজ্য প্রবাসী ইউপি চেয়ারম্যান আজিজ স্ত্রী-সন্তানকে লন্ডন রেখে দেশে একা বসবাস করছিলেন। এ অবস্থায় সদর উপজেলার রঙ্গারচর এলাকার এক নারীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। পরে গত বছরের (০৯ আগস্ট) রোববার সকালে ওই নারী চেয়ারম্যানের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে এনে সদর থানায় মামলা করেন। পরে তাকে শহরের পৌর এলাকা থেকে ওই মামলায় ইউপি চেয়ারম্যান মো.আবু হেনা আজিজকে গ্রেফতার করে পুলিশ।