বিকাল ৩:৩৪,   রবিবার,   ২২শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,   ৭ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ,   ১৯শে রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

পর্নোগ্রাফী মামলায় জামিন না মঞ্জুর করে অধ্যক্ষ ও চেয়ারম্যানকে কারাগারে প্রেরণ

স্টাফ রিপোর্টার:
বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্ক ও সামাজিক যোগাযোগ মাধ্যমে নারীর আপত্তিকর ছবি পোস্ট ও শেয়ার করায় দিরাই উপজেলার বিবিয়ানা মডেল ডিগ্রি কলেজের অধ্যক্ষ নৃপেন্দ্র চন্দ্র দাশ ও কুলঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রঙ্গলাল দাসকে কারাগারে প্রেরণ করেছেন আদালত।

তারা উপজেলার কুলঞ্জ ইউনিয়নের ভাইটগাঁও গ্রামের নলেন্দ্র চন্দ্র দাসের ছেলে, সম্পর্কে আপন ভাই।
সোমবার (২৪ জানুয়ারি) দুপুরে আসামিরা আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আবদুর রহিম তাদের জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, থানায় অভিযোগকারী একই উপজেলার ধীতপুর গ্রামের ও কুলঞ্জ ইউনিয়নের সাবেক মহিলা সদস্য রাজ রানী চক্রবর্তীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে তুলেন বিবিয়ানা মডেল ডিগ্রি কলেজের অধ্যক্ষ নৃপেন্দ্র চন্দ্র দাশ এবং পরবর্তীতে বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্ক স্থাপন করেন এক পর্যায়ে মামলার বাদী বিয়ের জন্য চাপ দিলে ওই অধ্যক্ষ সিলেট শিববাড়ী মন্দিরে বিয়ে করেন কিন্তু বিয়ের পর সংসারে তুলে নেয়ার দাবি জানালে অধ্যক্ষ টালবাহানা করেন এবং এক পর্যায়ে মতবিরোধের ফলে অধ্যক্ষ নৃপেন্দ্র চন্দ্র দাশ বাদীকে মারধর এবং হুমকি দেন পরবর্তীতে গেল ২০ সালের ৩১ আগস্ট বাদীর আপত্তিকর ছবি ফেইসবুকে শেয়ার করেন।
এ ছাড়া অধ্যক্ষের ভাই রঙ্গলাল দাস একই মামলার এক স্বাক্ষীর ভাইয়ের এডিট করে নারীর আপত্তিকর ছবি ফেইসবুকে শেয়ার করে। পরবর্তীতে বিচারকাজ চলাকালীন গত বছরের ২৮ নভেম্বর বিবিয়ানা মডেল ডিগ্রি কলেজের অধ্যক্ষ নৃপেন্দ্র চন্দ্র দাশ ও কুলঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রঙ্গলাল দাস আদালতে হাজির না হওয়ায় আদালত তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলে আজ আদালতে এসে আসামীরা জামিন চান।

বিষয়টির সত্যতা নিশ্চিত করে সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট. রুহুল তুহিন বলেন, আসামিরা আদালতে হাজির না হওয়ার আদালত তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন পরবর্তীতে তারা আজ জামিন চাইতে আসলে বিজ্ঞ বিচারক তাদের জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।