সন্ধ্যা ৭:২০,   বুধবার,   ২৫শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,   ১০ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ,   ২২শে রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

ফার্মেসীতে অভিযান, জরিমানা আদায়

স্টাফ রিপোর্টার:
ঔষধ প্রশাসনের উদ্যোগে সুনামগঞ্জ শহরের বিভিন্ন ফার্মেসীতে অভিযান পরিচালনা করা হয়েছে। সোমবার (৩ মে) দুপুরে জেলা প্রশাসন ও ঔষধ প্রশাসন সুনামগঞ্জ সমন্বয়ে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়।
মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রি, তাপমাত্রা সংবেদনশীল ঔষধের সঠিক তাপমাত্রায় নিয়ন্ত্রণ না করা, ফার্মাসিস্ট না থাকা বিভিন্ন অপরাধে ৫টি ফার্মেসিকে মোট ১২ হাজার টাকা জরিমানা করা হয়।
জনগণকে নিরাপদ ও মানসম্মত ঔষধ পৌঁছে দেয়ার লক্ষ্যে জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান ঔষধ প্রশাসন সুনামগঞ্জের ঔষধ তত্ত্বাবধায়ক মোঃ সিরাজ উদ্দিন।
এ সময় উপস্হিত ছিলেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আসিফ আল জিনাত ও দীপংকর বর্মন এবং ঔষধ প্রশাসন সুনামগঞ্জের ঔষধ তত্ত্বাবধায়ক মোঃ সিরাজ উদ্দিন।