রাত ১:১৯,   মঙ্গলবার,   ২৪শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,   ৮ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ,   ২০শে রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

ফেয়ার ফেইস জগন্নাথপুরের সচেতনতা ক্যাম্পেইন শুরু

রেজুওয়ান কোরেশী,জগন্নাথপুর:
কোভিড-১৯’র বর্তমান পরিস্থিতিতে জগন্নাথপুরকে সুরক্ষিত রাখতে উপজেলা ভিত্তিক সামাজিক, সাংস্কৃতিক, স্বেচ্ছাসেবী সংঘটন ফেয়ার ফেইস জগন্নাথপুরের জনসচেতনতা মূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
আজ সোমবার জগন্নাথপুর উপজেলার পৌরপয়েন্ট, সিলেটগামী বাসস্ট্যান্ড, ডাকবাংলা রোড, রানীগঞ্জ রোড, টি-এনটি রোড, হসপিটাল পয়েন্ট ও হসপিটাল সংলগ্ন আশেপাশের এলাকায় এই সচেতনতা ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
এসময় ফেয়ার ফেইস জগন্নাথপুরের সদস্যগণ বিভিন্ন সচেতনতামূলক শ্লোগান সম্বলিত প্লে-কার্ড, ফেস্টুন প্রদর্শন করে মানুষকে স্বাস্থ্যবিধি মেনে চলতে অনুরোধ করেন। প্রান্তিক ও সাধারণ মানুষের মধ্যে বিনামূল্যে মাস্ক ও স্বাস্থ্য-সুরক্ষা সামগ্রী বিরণ করেন।
ফেয়ার ফেইস জগন্নাথপুরের সদস্য ইউনুস বলেন; জগন্নাথপুরকে সুরক্ষিত রাখতেই আমাদের এই প্রচেষ্টা। এ ধরনের কার্যক্রম আমাদের অব্যাহত থাকবে।