রাত ১১:২৪,   রবিবার,   ২২শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,   ৭ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ,   ১৯শে রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

ফেয়ার ফেইস জগন্নাথপুরের উদ্যাগে ডা. মধুকে সংবর্ধনা প্রদান

রেজুওয়ান কোরেশী,জগন্নাথপুর:
জগন্নাথপুর উপজেলার সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘ফেয়ার ফেইস জগন্নাথপুর’ এর আয়োজনে করোনাকালে মানবিক চিকিৎসক হিসেবে বিশেষ ভূমিকা পালন করায় গরিবের ডাক্তার হিসেবে খ্যাত জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মধু সুধন ধরকে নাগরিক সংবর্ধনা প্রদান করা হয়েছে।
সোমবার দুপুরে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ নাগরিক সংবর্ধনা দেওয়া হয়। সংগঠনের সমন্বয়ক ও প্রতিষ্ঠাতা সদস্য এম. শামীম আহমেদের সভাপতিত্বে প্রতিষ্ঠাতা সদস্য সাইফুর রহমান মিনহাজ ও জুয়েল হোসেনের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু। সংবর্ধিত অতিথির বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মধু সুধন ধর।
বিশেষ অতিথি বক্তব্য দেন, জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি শংকর রায়, উপজেলা যুবলীগের সভাপতি কামাল উদ্দিন, সহ-সভাপতি সাইফুল ইসলাম রিপন, পৌর সেচ্ছাসেবক লীগের সভাপতি ছালিক আহমদ পীর, পৌরসভার প্যানেল মেয়র সাফরুজ ইসলাম মুন্না। শুরুতে স্বাগত বক্তব্য দেন সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য শহিদুল ইসলাম। অন্যানের মধ্যে বক্তব্য দেন কাউন্সিলর কামাল হোসেন, হবিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক সালেহা পারভীন, শিক্ষক রুহুল আমিন, যুবলীগ নেতা জিতু মিয়া, থিয়েটার জগন্নাথপুর সভাপতি নুর আহমদ, রেফারি শামিনুর রহমান, ফুটবল এসোসিয়েশন সহ অর্থ সম্পাদক মইনুল হাসান, সদস্য আফাজুল হোসেন, সুলেমান হেসেন, রোকন আহমদ।
শুরুতে পবিত্র কোরআন তেলওয়াত করেন হাফিজ ইমন আহমেদ, গীতা পাঠ করেন গৌতম গোপ।
পরে অতিথিরা ডা. মধু সুধন ধরের হাতে সন্মাননা স্মারক সংবর্ধনা ক্রেস্ট তুলে দেন।