সকাল ৭:০১,   রবিবার,   ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,   ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ,   ৪ঠা রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

বন্যার্তদের খাবার দিলো আল-ইহসান সমাজকল্যান পরিষদ

দক্ষিণ সুনামগঞ্জ প্রতিনিধি :
পাহাড়ি ঢল ও অবিরাম বৃষ্টিতে সৃষ্ট দুই দফা বন্যায় চরম বিপাকে রয়েছেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার বন্যাকবলিত মানুষ। ফলে দুর্ভোগে পড়া এসব মানুষের সহায়তায় পাশে দাঁড়িয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন আল ইহসান সমাজকল্যান পরিষদ।
বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকালে উপজেলার শিমুলবাঁক ইউনিয়নে বন্যা দূর্গতদের মাঝে শুকনা খাবার বিতরণ করে সংগঠনটি।
এসময় আল-ইহসান সমাজ কল্যান পরিষদের কর্মীরা শিমুলবাঁক গ্রামের প্রায় ২৫ টি পরিবারের মাঝে চিড়া, গুড়,দুধ,কলা,পাউরুটি, বিস্কুট ও স্যালাইন নৌকাযোগে বাড়ি বাড়ি পৌছে দেন।
এসময় উপস্থিত ছিলেন আল-ইহসান সমাজ কল্যান পরিষদের নির্বাহী সদস্য, এখলাছুর রহমান, স্টার লাইট কলেজের প্রভাষক বদিউজ্জামান,সিনিয়র সহ-সভাপতি নোমান আহমদ, সাধারণ সম্পাদক সাবেরিন আহমেদ।
অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, নাজমুল হুদা,তহুর আলম, জুনায়েদ ইসলাম, মুজাহিদুল ইসলাম,হাবিবুর রহমান,সাইফুল ও সৌরভ প্রমূখ।