বিকাল ৩:১৩,   সোমবার,   ২৩শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,   ৮ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ,   ২০শে রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

বিল বকেয়া থাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

জগন্নাথপুর প্রতিনিধি:
জগন্নাথপুরে বিদ্যুৎ বিভাগের উদ্যোগে বকেয়া বিদ্যুৎ বিলের জন্য ভ্রাম্যমান আদালতের মাধ্যমে সংযোগ বিচ্ছিন্নকরন অভিযান পরিচালনা করা হয়েছে।
রোববার (২৬ সেপ্টেম্বর) সকাল ১০ থেকে বিকেল ৩ টা পর্যন্ত জগন্নাথপুর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে বকেয়া বিল থাকায় ১২ টি বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে মামলা দায়ের করা হয়েছে। সিলেট বিদ্যুৎ আদালতের জেলা যুগ্ম দায়রা জজ আব্দুল হালিমের নেতৃত্বে ভ্রাম্যমান আদালতের এ অভিযান পরিচালিত হয়।
বিদ্যুৎ অফিস সূত্রে জানা যায়, ২ লাখ ৪৭ হাজার ৯১২ টাকা বকেয়া বিদ্যুৎ বিল পরিশোধ না হওয়ায় জগন্নাথপুর পৌর শহরের সহ বিভিন্ন গ্রামে অভিযান চালিয়ে আবাসিক ও বাণিজ্যিক ১২ টি সংযোগ বিচ্ছিন্নকরন সহ বিদ্যুৎ আইনে মামলা দায়ের করা হয়েছে।
অভিযানে জগন্নাথপুর বিদ্যুৎ অফিসের নির্বাহী প্রকৌশলী আজিজুল ইসলাম আজাদ, সহকারী প্রকৌশলী পারভেজ আহমেদ, জগন্নাথপুর থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।