সকাল ৬:৪২,   বুধবার,   ২রা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ,   ১৭ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ,   ২৮শে রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

ভারতে অবৈধ অনুপ্রবেশের দায়ে ৩ বাংলাদেশি আটক

তাহিরপুর প্রতিনিধি :
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা সীমান্তে ভারতে অবৈধ অনুপ্রবেশের দায়ে ৩ বাংলাদেশি নাগরিককে আটক করেছে বিজিবি।
রোববার (১নভেম্বর) দুপুরে এ ৩ জনকে আটক করা হয়।
আটককৃতরা হলেন, তাহিরপুর উপজেলার লাউড়েরগড় গ্রামে মৃত গিয়াস উদ্দিন এর ছেলে মোঃ শামীম (২৫), বিশ্বম্ভরপুর উপজেলার মাছিম পুর গ্রামের বদিউজ্জামান এর ছেলে মো. সাদেকুল ইসলাম(২৭) এবং একই উপজেলার মাছিমপুর গ্রামের মো. আবুল বাশার (আবু) এর ছেলে মো. বিপ্লব(২৬) ।
সুনামগঞ্জ-২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন সূত্রে জানা গেছে, রোববার দুপুর ১২টার দিকে লাউড়েরগড় বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ১২০৩/৫-এস এর নিকট দিয়ে জাদুকাটা নদীতে কয়লা উত্তোলনের জন্য অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতের অভ্যন্তরে প্রবেশ করে। পরবর্তীতে ফেরত আসার সময় ২০০ কেজি ভারতীয় কয়লাসহ উক্ত বাংলাদেশী ৩ নাগরিককে আটক করা হয়।
এ প্রসঙ্গে সুনামগঞ্জ-২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন অধিনায়ক লে কর্নেল মো. মাকসুদুল আলম জানিয়েছেন, আটক হওয়া ৩ বাংলাদেশী নাগরিকের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাহিরপুর থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।