বিকাল ৫:২৬,   সোমবার,   ৩০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,   ১৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ,   ২৭শে রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

মধ্যনগরে পাউবোর গণশুনানি অনুষ্ঠিত

ধর্মপাশা প্রতিনিধি:
২০২০-২১ অর্থ বছরে হাওর এলাকায় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের অধীনে ফসলরক্ষা বাঁধ মেরামত, স্কীম প্রণয়ন ও বাস্তবায়ন এবং পিআইসি (প্রকল্প বাস্তবায়ন কমিটি) গঠনের লক্ষে ধর্মপাশা উপজেলার মধ্যনগরে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে মধ্যনগর বাজারে উপজেলা কাবিটা প্রকল্প বাস্তবায়ন ও মনিটরিং কমটির উদ্যোগে মধ্যনগর, চামরদানি ও বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের গণশুনানি অনুষ্ঠিত হয়। গণশুনানিতে উপজেলা কাবিটা প্রকল্প বাস্তবায়ন কমিটির সদস্য, কৃষক, স্থানীয় রাজনৈতিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। এ সময় স্থানীয় কৃষকেরা ফসলরক্ষা বাঁধ মেরামত বিষয়ে তাদের গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরেন। গণশুনানিতে বক্তব্য দেন, সুনামগঞ্জ পাউবোর উপ-সহকারী প্রকৌশলী মো. ইমরান হোসেন, কাবিটা বাস্তবায়ন কমিটির সদস্য ও উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক গোলাম আযহারুল ইসলাম পিকে, কৃষক প্রতিনিধি ও মধ্যনগর থানা আওয়ামী লীগের সাবেক যুগ্ন আহবায়ক মোবারক হোসেন, মধ্যনগর ইউপি চেয়ারম্যান প্রবীর বিজয় তালুকদার, মধ্যনগর বাজার বণিক সমিতির সভাপতি অমরেশ রায় চৌধুরী, আওয়ামী লীগ নেতা জহিরুল ইসলাম, রুহুল আমিন, কুতুবউদ্দিন তালুকদার, মধ্যনগর থানা যুবলীগের সভাপতি মোস্তাক আহমেদ, গণমাধ্যম প্রতিনিধি সমকাল সাংবাদিক এনামুল হক।