রাত ১১:৩০,   রবিবার,   ২২শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,   ৭ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ,   ১৯শে রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

যথাযোগ্য মর্যাদায় জগন্নাথপুরে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন

জগন্নাথপুর উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা প্রশাসনের পুষ্পস্তবক অর্পণ

জগন্নাথপুর প্রতিনিধি :
সুনামগঞ্জের জগনাথপুর উপজেলায় যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা প্রশাসনের উদ্যোগে পুষ্পস্তবক অর্পণ শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজেদুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান, ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, নারী ভাইস চেয়ারম্যান ফারজানা আক্তার, উপজেলা সহকারী কমিশনার ভূমি অনুপম দাস অনুপ, জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইখতিয়ার উদ্দিন চৌধুরী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মধু সুধন ধর, জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি শংকর রায়, সমাজ সেবা কর্মকর্তা বিল্লাল হোসেন, উপজেলা যুবলীগ সভাপতি কামাল উদ্দিন, শিক্ষক সাইফুল ইসলাম রিপন, পৌর সভার প্যানেল মেয়র ইসলাম প্রমূখ। পরে সন্ধ্যা ৬ টায় শহীদ মিনারে মোমবাতি প্রজ্জলন করা হয়।
এদিকে দিবসটি উপলক্ষ্যে জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগি সংগঠনের উদ্যোগে দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আকমল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু’র পরিচালনায় আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এতে দলীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য দেন। পরে উপজেলা পরিষদ জামে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।