রাত ৯:২৫,   শনিবার,   ২১শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,   ৬ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ,   ১৮ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

শান্তিগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে আহত অর্ধশত

নিউজসুনামগঞ্জ ডেস্ক:
শান্তিগঞ্জ উপজেলার পূর্ব বীরগাঁও ইউনিয়নে বাড়ির রাস্তার সীমানা নির্ধারণ নিয়ে দুই পক্ষের সংঘর্ষে প্রায় ৫০ জন আহত হয়েছেন।
রোববার (২০ মার্চ) দুপুরে ইউনিয়নের বীরগাঁও গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। স্হানীয় সূত্রে জানা যায়, মিজানুর রহমান ও আমাজদ আলীর গোষ্ঠীর মধ্যে জায়গায় দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছিল।

আজ সকাল ১১ টায় গ্রামের মুরুব্বিদের উপস্থিতিতে বাড়ির রাস্তার সীমানা নির্ধারণের সময় দুই পক্ষের লোকজন বাকবিতন্ডায় জড়িয়ে পড়েন।

এক পর্যায়ে নিজাম উদ্দিনের লোকেরা প্রতিপক্ষ আমজদ আলীর বাড়িতে হামলা চালালে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। পরে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে উভয় পক্ষের লোকজন।
এতে দুই পক্ষের প্রায় ৫০ জন আহত হন। এর মধ্যে গুরুতর আহত হন আমজদ আলীর পক্ষে ইকুল (৫৫) আবেদ (২৫) আমজদ আলী(৫০) শাহরিয়ান (৩৫) শামীম আহমদ(৩২) নিজাম উদ্দিন(৪৪) ।

নিজাম উদ্দিন পক্ষের গুরুতর আহত হন শামছুন নূর (৫৫) আকবর(৪০) ( নুরুল আমীন(৩৫) তাজনুর(৪০)।

এ ছাড়াও শালিসের পক্ষের (গ্রাম্য বিচারক) আব্দুল মুতালিব নামের এক যুবক আহত হয়েছেন।

শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তাদির হোসেন জানান, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক। পূর্ব বিরোধের জের ধরে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এখন পর্যন্ত কোনও পক্ষই অভিযোগ দেয় নি। অভিযোগ পেলে তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্হা গ্রহণ করা হবে।