সকাল ৭:৩২,   শনিবার,   ২৮শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,   ১৩ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ,   ২৪শে রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

শাল্লায় ফেইসবুকে স্টেটাস দেয়া ঝুমনের বিরুদ্ধে আইসিটি আইনে মামলা

দিরাই প্রতিনিধি:
শাল্লা উপজেলায় ঝুমন দাসের দেয়া ফেসবুক স্টেটাস কেন্দ্র করে হিন্দুদের বাড়িঘরে হামলার ঘটনা ঘটে। এর আগের দিন ১৬ মার্চ পুলিশ আটক করে ঝুমন দাসকে। পরে তাকে কোর্টের মাধ্যমে জেল হাজতে পাঠায় পুলিশ।
সেই ঝুমন দাস আপনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে। পুলিশ সুপার মিজানুর রহমান বৃহস্পতিবার (২৫ মার্চ) দপুরে মামলা ব্যাপারে নিশ্চিত করেন।
গত মঙ্গলবার (২৩ মার্চ) শাল্লা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আবদুল করিম বাদী হয়ে শাল্লা থানায় এই মামলা দায়ের করেন।
বর্তমানে ঝুমন দাস আপন সুনামগঞ্জ কারাগারে রয়েছে।
উল্লেখ্য, গত ১৭ মার্চ ফেইসবুক স্টেস্টাসকে কেন্দ্র শাল্লার নোয়াগাঁও গ্রামে হেফজত সমর্থকরা হামলা চালায়। এ ঘটনা হিন্দুদের বাড়ি ঘর ভাংচুর করা হয়। পরে এ ঘটনায় শাল্লা থানায় দুটি পৃথক মামলা দায়ের করা হয়। এ হামলার ঘটনায় এখন পর্যন্ত ৩৬ জন আসামীকে গ্রেফপ্তার করা হয়েছে।