বিকাল ৩:২৭,   শনিবার,   ২১শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,   ৬ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ,   ১৮ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

শাল্লায় বজ্রপাতে বাবা-ছেলের মৃত্যু

স্টাফ রিপোর্টার:
শাল্লা উপজেলার নাছিরপুর গ্রামে বজ্রপাতে বাবা ছেলের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৪ এপ্রিল) সকাল ৭ টার দিকে এ বজ্রপাতের ঘটনা ঘটে।
স্হানীয় ও পুলিশ জানা যায়, মাসুদ খাঁ তার দুই ছেলে ও শ্যালকের পুত্রকে নিয়ে বাড়ির পাশে জমিতে ধান কাটতে যান। মাঠে কাজ করার সময় হঠাৎ বজ্রপাত হলে ঘটনা স্থলেই মুকুল খাঁ ও তার ছেলে মাসুদ খাঁ মারা যান৷ এ সময় বজ্রপাতে নিহত মুকুল খাঁর ছেলে রিমন খাঁ (১১) ও শ্যালকের ছেলে তানভীর হোসেন (৭) আহত হওয়ায় চিকিৎসার জন্য দ্রুত হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হয়েছে।
স্হানীয় ছাত্রলীগ নেতা জেনাউর শাফি জানান, সকালে কৃষি কাজ করার সময় বজ্রপাতের কারণে এ মর্মান্তিক ঘটনা ঘটে। আহত দুই শিশুকে নিয়ে চিকিৎসার জন্য আমি আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ নিয়ে
এসেছি।
শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, মাঠে কাজ করার সময় বজ্রপাতের আঘাতে বাবা ছেলে মারা যাওয়ার ঘটনা ঘটেছে, ঘটনাস্থলে পুলিশ রয়েছে। পরে আরও বিস্তারিত জানাতে পারবও।