সন্ধ্যা ৭:২০,   সোমবার,   ২৩শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,   ৮ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ,   ২০শে রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

শ্রীরামসী ইউনিয়ন ভূমি অফিস উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

রেজুওয়ান কোরেশী,জগন্নাথপুর:
জগন্নাথপুর উপজেলার মিরপুর ইউনিয়নের শ্রীরামসী ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবন উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ভূমি মন্ত্রণালয় আয়োজিত মূল অনুষ্ঠানে ভার্চুয়ালি অংশ নিয়ে প্রধানমন্ত্রী উদ্বোধন করেন। এছাড়া ওই অনুষ্ঠান সুনামগঞ্জ জেলার আরো ৬টিসহ দেশের ৯৯৫টি ইউনিয়ন ভূমি অফিস এবং ১২৯টি উপজেলা ভূমি অফিস উদ্বোধন করা হয়।
স্থানীয় এলজিইডি সূত্রে জানা যায়, ভূমি অফিসে আগতদের সেবার মানোন্নয়ন এবং অফিসের রেকর্ডপত্র আরও ভালভাবে সংরক্ষণের জন্য দেশব্যাপী ইউনিয়ন ভূমি অফিসের নির্মাণ কাজ চলছে। এরই ধারাবাহিতকায় ভুমি মন্ত্রনালয়ের অর্থায়নে ৫২ লাখ টাকা ব্যয়ে একতলা বিশিষ্ট শ্রীরামসী ইউনিয়ন ভূমি অফিস ২০১৯ সালের ডিসেম্বর মাসে নির্মাণ কাজ সম্পন্ন হয়। এ কাজ পান ঠিকাদারী প্রতিষ্ঠান এমডি কদরিছ।
স্থানীয় সরকার (এলজিইডি) উপজেলা প্রকৌশলী গোলাম সারোয়ার বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।