রাত ১:৩৭,   মঙ্গলবার,   ১৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,   ১লা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ,   ১৩ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

সরকারি কলেজে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ

স্টাফ রিপোর্টার:

সুনামগঞ্জে বন্যার পানিতে ঘর বাড়ি ডুবে যাওয়ায় সুনামগঞ্জ সরকারি কলেজে আশ্রয় নেয়া লোকজনের মধ্যে ত্রাণ বিতরণ করেছে জেলা প্রশাসন।

সোমবার (১৭ জুন) দুপুরে সদর উপজেলার সুনামগঞ্জ সরকারি কলেজে আশ্রয় নেয়া পরিবারের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

ত্রাণ সামগ্রী হিসেবে বিভিন্ন খাদ্য পণ্য বিতরণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী।

এ সময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ রেজাউল করিম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ছাব্বির আহমেদ আকুঞ্জি, সুনামগঞ্জসহ অন্যান্য কর্মকর্তাগণ।
বর্তমানে বৃষ্টিপাত কমে যাওয়ায় সুনামগঞ্জের নদ-নদীর পানি হ্রাস পাচ্ছে এবং বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে।

তবে ভারতের চেরাপুঞ্জি ও বাংলাদেশ একই সাথে যদি বৃষ্টিপাত হয় তা হলে স্বল্প মেয়াদি বন্যার সৃষ্টি হতে পারে বলে জানিয়েছেন সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা৷
সুনামগঞ্জ সরকারি কলেজে আশ্রয় নিয়েছে শহরতলীর সুলতান পুর, নতুন হাসন নগর, আপ্তাব নগরের এলাকার লোকজন।