সকাল ৭:৩৪,   বুধবার,   ২৫শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,   ১০ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ,   ২১শে রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

সাংবাদিক রোজিনাকে লাঞ্ছিতের ঘটনায় সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির নিন্দা

স্টাফ রিপোর্টার:
স্বাস্থ্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্তা ও শারিরীক ভাবে লাঞ্ছিতের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির।
সোমবার (১৭ মে) রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিবৃতি দিয়ে সংগঠনের সভাপতি লতিফুর রহমান রাজু ও সাধারণ সম্পাদক এমরানুল হক চৌধুরী নিন্দা ও প্রতিবাদ জানান।
বিবৃতিতে উল্লেখ করা হয়, স্বাস্থ্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অভ্যন্তরে সাংবাদিক রোজিনা ইসলামের সঙ্গে যে আচরণ করা হয়েছে তা লজ্জাজনক। রোজিনা ইসলাম অনুসন্ধানী সাংবাদিকতায় অনন্য। আন্তর্জাতিকভাবে তাঁর স্বীকৃতি আছে। এমন একজন সাংবাদিক পেশাগত দায়িত্ব পালন করতে গেলে তাঁকে ঘণ্টার পর ঘণ্টা আটকে রাখা অন্যায়, অনভিপ্রেত। কী কারণে এভাবে আটকে রাখা হয়েছে, অসুস্থ হওয়ার পরও তাঁকে হাসপাতালে না নেওয়ার বিষয়টির সুষ্ঠু তদন্ত হওয়া দরকার। রোজিনাকে হেনস্তা করার পেছনে দায়ী ব্যক্তিদের খুঁজে বের করতে হবে এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। না হলে পরিস্থিতি বিবেচনা করে কঠোর আন্দোলন করা হবে। সাংবাদিক নির্যাতনের প্রতিবাদ করা না হলে দিন দিন এই রকম ঘটনা আরও বৃদ্ধি পাবে।
এই ঘটনার প্রতিবাদ জানিয়ে আগামীকাল (১৮ মে) সকাল সাড়ে ১১টায় শহরের ট্রাফিক পয়েন্ট এলাকায় মানববন্ধন অনুষ্ঠিত হবে। উল্লেখ্য,সাংবাদিক রোজিনা বিরুদ্ধে অভিযোগ তোলা হয়েছে গুরুত্বপূর্ণ’ নথিপত্র নেওয়ার অভিযোগে দৈনিক প্রথম আলোর সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলামকে পাঁচ ঘণ্টা আটকে রাখার পর থানায় দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
রোজিনা ইসলাম পেশাগত দায়িত্ব পালনের জন্য সোমবার বেলা সাড়ে তিনটার দিকে সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে যান। তাঁকে সেখানে একটি কক্ষে আটকে রাখা হয় এবং তাঁর মুঠোফোন কেড়ে নেওয়া হয়। একপর্যায়ে সেখানে তিনি অসুস্থ হয়ে পড়েন।