ভোর ৫:১৪,   বুধবার,   ২৫শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,   ৯ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ,   ২১শে রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

সিকন্দর আলীর খুনিদের চিহিৃত করার দাবিতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার:
জামালগঞ্জ উপজেলার সাচনাবাজার ইউনিয়নের হরিপুর গ্রামের ইজি বাইক চালক সিকন্দর আলীর খুনিদের চিহিৃত করে অবিলম্বে আইনের আওতায় এনে বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২০ মে) দুপুর দুইটায় উপজেলার মিলন বাজারে শুকদেবপুর ,রাঙামাটিয়া ও রাধানগর গ্রামবাসীর ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
উক্ত মানববন্ধনে জিয়া উদ্দিন এর পরিচালনায় ও সুকদেবপুর গ্রামের মুরুব্বি উমর গনি মাস্টারের সভাপতিত্বে বক্তব্য রাখেন শের উজ্জামান মাস্টার,জয়নাল আবদীন, আওয়ামী লীগ নেতা সায়েম পাঠান সোলেমান,মহিবুর রহমান,উসমান গনি,সাবেক দুই নং ওয়ার্ডের মেম্বার জসীম উদ্দিন সুহেল,লুৎফুর রহমান,জিয়াউদ্দিন,ফরিদ মিয়া প্রমুখ।
এ সময় বক্তরা বলেন, সিকন্দর আলীর হত্যা কান্ডের দীর্ঘ দিন পেরিয়ে গেলেও এখন পর্যন্ত আসামীকেই চিহৃত করা সম্ভব হয় নি। আমরা এলাকাবাসীর পক্ষে দাবি জানাই সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের অবিলম্বে শনাক্ত করে আইনের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চত করতে হবে।
পুলিশ প্রশাসনের প্রতি অনুরোধ জানিয়ে বক্তারা বলেন এলাকার কোনো নিরীহ মানুষ যাতে এই হত্যাকাণ্ডে হয়রানির শিকার না হয়।
উল্লেখ্য, গত মে ১২ ইজি বাইক চালক সিকন্দর আলীকে হত্যা করে মাধখালি হাওরে ফেলে যায় দুবৃত্তরা।