সকাল ১১:২৮,   শনিবার,   ২১শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,   ৬ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ,   ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

সিলেট, সুনামগঞ্জে আব্দুস সামাদ আজাদের মৃত্যু বার্ষিকী পালিত

নিউজসুনামগঞ্জ ডেস্ক:
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর, স্বাধীন বাংলাদেশের প্রথম পররাষ্ট্রমন্ত্রী, আওয়ামী লীগের আমৃত্যু প্রেসিডিয়াম সদস্য আব্দুস সামাদ আজাদের ১৭ তম মৃত্যুবার্ষিকী সিলেট ও সুনামগঞ্জে পালিত হয়েছে।
বুধবার (২৮ এপ্রিল) সিলেট জেলা পরিষদ মিলনায়তনে আব্দুস সামাদ আজাদ স্মৃতি সংসদ আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যকরি সংসদের সদস্য, সামাদ আজাদ তনয় আজিজুস সামাদ আজাদ ডন,সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সভাপতি মাসুক উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক রনজিত সরকার।

সুনামগঞ্জে জেলা আওয়ামী লীগের সহ সভাপতি নূরুল হুদা মুকুটের সভাপতিত্বে দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আওয়ামী আইনজীবী পরিষদ এ উপলক্ষে স্মরণ সভার আয়োজন করে। সভায় বক্তব্য রাখেন সুনামগঞ্জ জজ কোর্টের পিপি অ্যাডভোকেট খায়রুল কবীর রুমেন, জিপি আক্তারুজ্জামান সেলিমসহ আইনজীবী নেতৃবৃন্দ।

প্রয়াত জাতীয় নেতা আব্দুস সামাদ আজাদের জন্মস্থান জগন্নাথপুরে প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, আলোচনাসভা, দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। আব্দুস সামাদ আজাদ স্মৃতি সংসদের উদ্যোগে আয়োজিত স্মরণসভায় সভাপতিত্ব করেন সাবেক ইউপি চেয়ারম্যান, আওয়ামী লীগ নেতা হারূন রাশীদ। জগন্নাথপুর আব্দুস সামাদ আজাদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত আলোচনাসভায় বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সহ সভাপতি হরমুজ আলী, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন মাস্টার, জগন্নাথপুর পৌরসভার সাবেক মেয়র মিজানুর রশীদ, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মুক্তাদীর আহমদ মুক্তা, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জয়দ্বীপ সূত্রধর বীরেন্দ্র, ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম বকুল প্রমুখ।

উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনাসভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আকমল হোসেন ও সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু।