সকাল ১১:২৫,   শনিবার,   ২৮শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,   ১৩ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ,   ২৪শে রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

সুনামগঞ্জে হাওরের বাঁধের কাজ শেষ না হওয়ায় মানববন্ধন

নিউজ ডেস্ক :
বর্ধিত সময়ে সুনামগঞ্জে হাওরের বাঁধের কাজ শেষ না হওয়ার প্রতিবাদে মানববন্ধন করেছে হাওর বাঁচাও আন্দোলন কেন্দ্রীয় কমিটি। সোমবার (১৪ মার্চ) সকালে শহরে ট্রাফিক পয়েন্টে এই আয়োজিত মানববন্ধন বাঁধের কাজের ধীর গতি, অনিয়ম দুর্নীতির অভিযোগ করে সময় মতো বাঁধ নির্মাণ না হওয়ায় ফসলহানি শঙ্কা করেন সংগঠনের নেতারা।
উদ্বেগ জানিয়ে বক্তারা বলেন, হাওরের বোরো ফসলের সুরক্ষায় সরকার কোটি কোটি টাকা বরাদ্দ দিলেও দায়িত্বশীলদের অবহেলায় নির্ধারিত সময় বাঁধের কাজ সম্পন্ন না হওয়ায় কৃষকের ফসল ঝুঁকিতে রয়েছে। অনিয়ম দুর্নীতির কারনে ২০১৭ সালের মতো হাওর ডুবির ঘটনা ঘটলে কৃষকদের সাথে নিয়ে বৃহত্তর আন্দোলনের ডাক দেয়া হবে বলে হুঁশিয়ারি করেন হাওর বাঁচাও আন্দোলনের নেতৃবৃন্দ।
মানববন্ধন অন্যান্যদের মধ্য বক্তব্য রাখেন সংগঠনের কার্যকরী সভাপতি মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান, উপদেষ্টা শীলা রায়, রমেন্দ্র কুমার দে, সাধারণ সম্পাদক বিজন সেন রায়, সাংগঠনিক সম্পাদক একে কুদরত পাশাসহ বিভিন্ন উপেজলার নেতৃবৃন্দ।