সকাল ৮:০৯,   রবিবার,   ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,   ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ,   ৪ঠা রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

সুনামগঞ্জে ৩৩জনের শরীরে করোনাভাইরাস


নিউজ ডেস্ক :
সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের মধ্যে থেকে ৩২ জন সুস্থ হয়েছে। নতুন সুস্থদের মধ্যে সিলেট জেলার ৩৬, সুনামগঞ্জের চারজন এবং হবিগঞ্জের দুজন রয়েছেন।
আর সব মিলিয়ে সিলেট বিভাগে সুস্থ রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ৮৬ জন। এরমধ্যে সুনামগঞ্জে ২ হাজার ৩৮২ জন সুস্থ হয়েছেন।
একই সময়ে সুনামগঞ্জ জেলায় আরও ৩৩জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে আজ শুক্রবার সদর উপজেলায় ২জন ও ছাতক উপজেলায় ১জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে।
আক্রান্তদের মধ্যে সুনামগঞ্জ সদর হাসপাতালের হাসপাতালে ১জন ও সিলেট শামস উদ্দিন হাসপাতালে ১জন ভর্তি আছেন।
এপর্যন্ত সুনামগঞ্জে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৪২ জন।
সুনামগঞ্জের সিভিল সার্জন ডা. মো. শাসম উদ্দিন জানান, জেলায় করোনা আক্রান্তের সংখা বাড়ছে। করোনা ভাইরাস থেকে বাঁচতে হলে সাধারণ মানুষকে স্বাস্থ্যবিধি মানতে হবে।